AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Paresh Ram Das: ‘পরিস্কার বাংলায় বলছি পা ভেঙে দেব’, BJP কর্মীদের নিদান পরেশের

Paresh Ram Das: শনিবার তৃণমূলের 'জনগর্জন' সভার প্রস্তুতি চলছিল। সেখানেই বক্তব্য রাখতে গিয়েছিলেন ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বিধায়ক পরেশ রাম দাস। সেই সময় বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদেরকে সতর্ক করেন পরেশবাবু।

Paresh Ram Das: 'পরিস্কার বাংলায় বলছি পা ভেঙে দেব', BJP কর্মীদের নিদান পরেশের
পরেশ রাম দাসImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 03, 2024 | 9:11 AM
Share

ক্যানিং: ভোট যত এগিয়ে আসছে কুকথার বুলি ছুটছে নেতা-মন্ত্রীদের মুখে। এই আবহে এবার বিজেপি কর্মীদের মেরে পা ভেঙে দেওয়ার নিদান দিলেন ক্যানিংয়ের তৃণমূল বিধায়ক। যা নিয়ে শুরু জোর জল্পনা।

শনিবার তৃণমূলের ‘জনগর্জন’ সভার প্রস্তুতি চলছিল। সেখানেই বক্তব্য রাখতে গিয়েছিলেন ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বিধায়ক পরেশ রাম দাস। সেই সময় বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদেরকে সতর্ক করেন পরেশবাবু। প্রকাশ্যে জনসভা থেকে বিজেপি ও আরএসএস কর্মীদের পা ভাঙার নিদান দেন তিনি। পরেশ রাম দাস বলেন, “ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে কোনও ভাবেই আমরা বিজেপি-আরএসএস-এর ধর্মীয় ভেদাভেদের রাজনীতি আমরা করতে দেব না। ওদের বলব কাজ করো। ভোট প্রচার করো। তবে উস্কানি দিলেই পা ভেঙে দেব। পরিস্কার বাংলা কথায় বলে দিলাম।”

পাল্টা এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি বিকাশ হালদার। তিনি বলেছেন, “জেলা সাধারণ সম্পাদক  এই মন্তব্য কেবলমাত্র আজ করেননি। গত বিধান সভার নির্বাচন থেকে এই বিধায়কের নেতৃত্বে দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর থেকে শুরু করে অকথ্য অত্যাচার চালিয়েছেন। এখনও পর্যন্ত করছে। বালি থেকে শুরু করে সরকারি জমি দখল সব চলছে। ওনাকে জানাতে চাই বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল এখন তিহাড়ে, শেখ শাহজাহান জেলে রয়েছেন। তাই সমস্ত অসুরের নিধন হবে এটা নিশ্চিত।”