Medinipur: দাগি তালিকায় TMC কাউন্সিলরের ভাইঝি, রয়েছে মৃত স্বামীর নামও! কার হাত ধরে জুটেছিল চাকরি?
সম্প্রতি অযোগ্য শিক্ষকদের যে তালিকা প্রকাশ করেছে এসএসসি, সেই তালিকার ৪২৫ নম্বর সিরিয়াল নম্বরে নাম রয়েছে দীপা পানিগ্রাহীর। তালিকার ১,৩১৯ এ নাম রয়েছে তাঁর স্বামী সঞ্জয় পাহাড়িরও।

মেদিনীপুর: কোথাও তৃণমূল কাউন্সিলর, কোথাও আবার তৃণমূল নেতা, কোনও কোনও জায়গায় আবার বিজেপি নেতা! এসএসসি (SSC) দাগিদের তালিকা প্রকাশ করতেই একের পর এক নাম চলে এসেছে প্রকাশ্যে। আর এবার সামনে এল তালিকায় থাকা তৃণমূল কাউন্সিলরের ভাইঝি ও তাঁর প্রয়াত স্বামী। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরেই মিলেছিল চাকরি, দাবি বিজেপির।
সম্প্রতি অযোগ্য শিক্ষকদের যে তালিকা প্রকাশ করেছে এসএসসি, সেই তালিকার ৪২৫ নম্বর সিরিয়াল নম্বরে নাম রয়েছে দীপা পানিগ্রাহীর। তালিকার ১,৩১৯ এ নাম রয়েছে তাঁর স্বামী সঞ্জয় পাহাড়িরও। মেদিনীপুর শহরের হাতার মাঠের এই দম্পতি মেদিনীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহীর আত্মীয় বলে খবর।
জানা যাচ্ছে, দীপার নাম রয়েছে ৪২৫। তিনি বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের শিক্ষিকা ছিলেন। অন্যদিকে, ১৩১৯ নাম রয়েছে সঞ্জয় পাহাড়ির। তবে করোনাকালে মৃত্যু হয়েছিল তাঁর।
এ প্রসঙ্গে তৃণমূল কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী বলেন, “যেই সময় দীপা দেবী ও তাঁর স্বামী চাকরি পেয়েছিলেন সেই সময় আমি তৃণমূল কাউন্সিলর ছিলাম না। আর আমার কোনও প্রভাব ছিল না। ফলে ওরা কীভাবে চাকরি পেয়েছেন তা আমি বলতে পারব না।”
বিস্ফোরক অভিযোগ বিজেপির-জেলা বিজেপির সহ-সভাপতি শঙ্কর গুছাইতের দাবি, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল ইন্দ্রজিৎ পানিগ্রাহীর। ফলে দুর্নীতি করেই যে চাকরি হয়েছে তা কারোরই অজানা নয়।
