Raiganj: আরজি করের রেশ কাটেনি, রায়গঞ্জ মেডিক্যালে মহিলা চিকিৎসকের ‘শ্লীলতাহানি’
Raiganj: আরজি করে মহিলা চিকিৎসকের সঙ্গে এই ঘটনা নিয়ে যখন বারবার প্রশ্নের মুখে নিরাপত্তা, ঠিক সে সময় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালেও মহিলা ডাক্তারি পড়ুয়া থেকে শুরু করে ইন্টার্নরা প্রত্যেকেই নিরাপত্তার অভাব বোধ করছেন।
রায়গঞ্জ: আরজিকরের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে প্রকাশ্যে মহিলা ডাক্তারি পড়ুয়ার শ্লীলতাহানির চেষ্টা, হুমকির অভিযোগ এক মদ্যপের বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য। মেডিক্যালের পুলিশ ফাঁড়ির সামনেই এই ঘটনায় রীতিমতো তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
আরজি করে মহিলা চিকিৎসকের সঙ্গে এই ঘটনা নিয়ে যখন বারবার প্রশ্নের মুখে নিরাপত্তা, ঠিক সে সময় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালেও মহিলা ডাক্তারি পড়ুয়া থেকে শুরু করে ইন্টার্নরা প্রত্যেকেই নিরাপত্তার অভাব বোধ করছেন। মেডিকেল ক্যাম্পাস থেকে শুরু করে হস্টেল সর্বত্রই এই ধরনের ঘটনা মাঝেমধ্যেই ঘটছে বলে অভিযোগ তাঁদের।
অন্যদিকে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। রায়গঞ্জ থানার মেডিক্যাল পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।