Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভিডিয়ো: মুখ ফস্কে সিপিএম-কে ‘স্বৈরাচারী’ বলে বসলেন অধীর, চরম অস্বস্তি জোটে

আলিপুরদুয়ারের নবীন ক্লাবের মাঠে বক্তব্য রাখার সময় সভামঞ্চ থেকে আচমকাই কংগ্রেসের জোটসঙ্গী সিপিএম-কে 'স্বৈরাচারী' বলে বসেন তিনি। যা নিয়ে রীতিমতো হুলুস্থুল পড়ে গিয়ে বঙ্গ রাজনীতিতে।

ভিডিয়ো: মুখ ফস্কে সিপিএম-কে 'স্বৈরাচারী' বলে বসলেন অধীর, চরম অস্বস্তি জোটে
নিজস্ব চিত্র।
Follow Us:
| Updated on: Apr 06, 2021 | 11:07 PM

আলিপুরদুয়ার: যাদের সঙ্গে জোট বেঁধে লড়ছেন তারাই নাকি ‘স্বৈরাচারী’! মুখ ফস্কে হলেও প্রকাশ্য মঞ্চে এমনটা বলে এ দিন সংযুক্ত মোর্চাকে বেশ কিছুটা অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মঙ্গলবার আলিপুরদুয়ারের নবীন ক্লাবের মাঠে বক্তব্য রাখার সময় সভামঞ্চ থেকে আচমকাই কংগ্রেসের জোটসঙ্গী সিপিএম-কে ‘স্বৈরাচারী’ বলে বসেন তিনি। যা নিয়ে রীতিমতো হুলুস্থুল পড়ে গিয়ে বঙ্গ রাজনীতিতে।

আজ, অর্থাৎ মঙ্গলবার বিকেলের কথা। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের মঞ্চে তখন বসে রয়েছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। পাশে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। অধীরবাবু বক্তব্য রাখা শুরু করেছেন। স্বকীয় ভঙ্গিতে বেশ ঝাঁঝালো বক্তৃতা করছিলেন তিনি। কিন্তু এরপর বলে উঠলেন, “সংযুক্ত মোর্চার নাম নিয়ে এ বাংলায় নতুন শক্তি হিসাবে আমরা আমরা মিলেমিশে একাকার হয়ে গিয়ে সাম্প্রদায়িক বিজেপিকে পরাস্ত করব।”

এই পর্যন্তও সব ঠিকই ছিল। তবে গোল বাধল এরপর। অধীর চৌধুরীকে বলতে শোনা গেল, “স্বৈরাচারী সিপিএম-কে (হোঁচট খেয়ে), স্বৈরাচারী তৃণমূলকে পরাস্ত করব। এই সিদ্ধান্ত নিয়ে সিপিএম, আরএসপি, বাম, আইএসএফ, কংগ্রেস সবাই মিলে আমরা লড়াইয়ে নেমেছি।”

আরও পড়ুন: বাংলায় একদিনে করোনা সংক্রমণ ২ হাজার পার! দ্বিতীয় পর্যায়ে রেকর্ড মৃত্যু আজ

অধীরের এই মন্তব্যই কিছুটা অস্বস্তি বাড়িয়েছে সংযুক্ত মোর্চার। পাশাপাশি খানিকটা হলেও বেকায়দায় অধীরবাবুর দল কংগ্রেস। তবে কর্মীদের সাফ কথা, মুখ ফস্কে এটা বেরিয়ে গিয়েছে। যদিও এ নিয়ে উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে উঠছে সমালোচনার ঝড়। প্রশ্ন উঠছে তাহলে কি অধীর অন্তরের কথাই মুখ ফস্কে মঞ্চে বলে ফেললেন? এটাই এখন চায়ের টেবিলে আলোচনার মুখ্য বিষয় হয়ে উঠেছে।

আরও পড়ুন: সে দিন ‘দিদির’ চিঠি পেয়ে মোদীর মন খুশিতে ভরে গিয়েছিল