Weather Update: আগামী ২-৩ ঘণ্টার মধ্যেই ভাসবে এই তিন জেলা, সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়ার দাপট! সতর্কতা আবহাওয়া দফতরের
Weather Update: বৃহস্পতিবার পর্যন্ত অনুকূল পরিস্থিতি থাকবে। এর মধ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মঙ্গল ও বুধবার। বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়।
কলকাতা: আগামী ২-৩ ঘণ্টার মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তিন জেলাতে ঝাঁপিয়ে বৃষ্টি নামবে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। ৪০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে। আলিপুর আবহাওয়া দফতরের সকাল ৯টার বুলেটিন অনুযায়ী, হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় মারাত্মক বৃষ্টি হবে আগামী ২-৩ ঘণ্টার মধ্যেই। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কলকাতার একাধিক জায়গায়। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বৃহস্পতিবার পর্যন্ত অনুকূল পরিস্থিতি থাকবে। এর মধ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মঙ্গল ও বুধবার। বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখীও হবে।
সপ্তাহ খানেকের বেশি সময় ধরে তাপপ্রবাহে জর্জরিত হয়েছে বাঁকুড়া থেকে বীরভূম। পুরুলিয়া থেকে পানাগড়। নাজেহাল হয়েছে কলকাতার মানুষও। তবে এপ্রিল-শেষে দেখা যাচ্ছে, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার গড় রয়েছে স্বাভাবিকের কিছুটা নীচেই। কলকাতায় পারদ বেলাগাম হয়েছে তার আগের গত কয়েকটা দিনে।
বঙ্গোপসাগরের বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্প ঢুকছিল উপকূলবর্তী এলাকা ও কলকাতায়। আর্দ্রতাজনিত অস্বস্তি ছিল। জলীয় বাষ্প ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিল না, তাতেই অস্বস্তি চরমে পৌঁছয়। কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিতে আপাতত দহন-দাপট থেকে মুক্ত বাংলা। তবে ঝড়-বৃষ্টির সময় নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে একাধিক জেলায়। বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। তবে আগামী ২-৩ ঘণ্টার মধ্যে তিন জেলা ভাসবে বলেই পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার কোচবিহার ও আলিপুরদুয়ারের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৮ তারিখ থেকে বৃষ্টিপাত কমে যাবে উত্তরবঙ্গে। তবে বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে কয়েকদিন। টানা বৃষ্টিতে উত্তরবঙ্গেও ২-৪ ডিগ্রি তাপমাত্রা কমে যাবে। তেমনই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
আগামী চার-পাঁচ দিন ধরে উত্তর পূর্ব ভারত ও সিকিমেও টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচলপ্রদেশে। আপাতত দহন-দাপট থেকে মুক্ত বাংলা। তবে ঝড়-বৃষ্টির সময় নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।