West Bengal Weather Forecast: কলকাতার তাপমাত্রা নামল ১৬ ডিগ্রি সেলসিয়াসে, কিন্তু…, কী বলল আবহাওয়া অফিস?
West Bengal, Kolkata Weather Tomorrow: আলিপুর আবহাওয়া অফিস বলেছে, বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রার তেমন কোনও হেরফের নেই। তবে শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। উইকেন্ডে তাপমাত্রা কিছুটা বেড়ে স্বাভাবিকের কাছাকাছি চলে যেতে পারে। অপরদিকে, উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

কলকাতা: যেন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে একের পর এক নিম্নচাপ। কারণ, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। আর এবার আরও একটি নিম্নচাপ তৈরির পূর্বভাস দিল হাওয়া অফিস। তবে এই ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের আগে তাপমাত্রা আরও কমবে বলেই ইঙ্গিত দিয়েছেন আবহাবিদরা। জানা যাচ্ছে, বুধবার তাপমাত্রা নামতে পারে ১৬ ডিগ্রির কাছাকাছি।দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাতেও ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছে।
আলিপুর আবহাওয়া অফিস বলেছে, বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রার তেমন কোনও হেরফের নেই। তবে শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। উইকেন্ডে তাপমাত্রা কিছুটা বেড়ে স্বাভাবিকের কাছাকাছি চলে যেতে পারে। অপরদিকে, উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা কমলেও পরবর্তী তিন-চার দিনে তাপমাত্রা কিছুটা বাড়বে।
এ দিকে, বঙ্গোপসাগরে রয়েছে জোড়া নিম্নচাপ। মালাক্কা প্রণালীর নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করবে। সেখানেই ঘূর্ণিঝড় সেনিয়ারে পরিণত হতে পারে। আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে কোমোরিন ও শ্রীলঙ্কা উপকূল এলাকায়। তবে এই দুই নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব নেই বাংলায়। তবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ এ পর্যটকদের জন্য সতর্কবার্তা এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
এদিকে, আজ কলকাতায় আজ মরশুমের শীতলতম দিন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সর্বনিম্ন তাপমাত্রা আজ ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে এর থেকেও নভেম্বর মাসে আরও নিচে নেমেছে কলকাতার পারদ।
