‘সুন্দরবনলজি’! দক্ষিণ রায়ের ডেরায় মিউজিয়াম গড়ে ইতিহাসের পাঠ দিচ্ছেন নেতাজির বন্ধুপুত্র
পুলিন বৈদ্যের হাতে তৈরি হওয়া এই সংগ্রহশালাতেই রয়েছে গণ্ডারের দেহাবশেষ। পাশাপাশি রয়েছে প্রত্নতাত্ত্বিক নানা জিনিসপত্র।
প্রীতম দে: ম্যানগ্রোভ সুন্দরীর(Sundarban) শোভা বাড়িয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার।এবার সেই তালিকায় এল গণ্ডারও। না, জ্যান্ত গণ্ডার পাওয়া যায়নি। তবে, পাওয়া গিয়েছে গণ্ডারের দেহাবশেষ। আর এমন দাবি করেছে সুন্দরবনের(Sundarban) আস্ত এক সংগ্রহশালা। আর এই সংগ্রহশালার প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং পুলিনবিহারী বৈদ্য। কে এই পুলিনবিহারী বৈদ্য? নেতাজির(Netaji) সহযোদ্ধা কেবল নন তিনি, নেতাজির ‘জেলবন্ধু’ও।
পুলিন বৈদ্যের হাতে তৈরি হওয়া এই সংগ্রহশালাতেই রয়েছে গণ্ডারের দেহাবশেষ। পাশাপাশি রয়েছে প্রত্নতাত্ত্বিক নানা জিনিসপত্র। সংগ্রহশালাকে যত্নে রেখেছেন পুলিনবাবুর সুযোগ্য পু্ত্র বিজেন্দ্র বৈদ্য। সুন্দরবনের(Sundarban) ইতিহাস জানতে, জানাতে তৈরি করেছেন নতুন পাঠক্রম ‘সুন্দরবনলজি’।
আরও পড়ুন : সুন্দরী-গরাণের জঙ্গল ঠেলে খাঁড়িতে রোদ পোহাতে এল দক্ষিণ রায়
এশিয়ার অন্যতম রক্ষাকবচ সুন্দরবনের তিন বাসিন্দা অরবিন্দ সরকার, স্বপনকুমার দাশগুপ্ত, মণীন্দ্রকুমার বৈদ্য নেতাজির(Netaji) সহযোদ্ধা বিপিনবিহারী বৈদ্যের অনুপ্রেরণায় ৩৪ দিন পায়ে হেঁটে দিল্লি পৌঁছন ১৭ সেপ্টেম্বর, তৎকালীন ‘ম্যাডাম প্রাইম মিনিস্টার’ ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করতে। উদ্দেশ্য সুন্দরবনের উন্নতিসাধন। সেই দিনটিকে স্মরণ করে ডায়মন্ড হারবারে অনুষ্ঠান পালন করে বৈদ্য পরিবার। ১৭ সেপ্টেম্বর দিনটিকে ‘যুব দিবস’ হিসেবে ঘোষণা করার আবেদনও করেছেন বিজেন্দ্র বাবু।
আরও পড়ুন : বাঘের হামলায় প্রাণ হারালেন সুন্দরবনের মৎসজীবী! ৪ মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় স্ত্রী
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গবেষক সঞ্জয় ঘোষ, সুন্দরবনোলজি ডিপার্টমেন্টের প্রিন্সিপাল ইন্দ্রনীল বৈদ্য, বিশিষ্ট পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক অরুণোদয় মণ্ডল। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে সুন্দরবনের সৌন্দর্য্য ও সবুজকে রক্ষার অঙ্গীকারে উদ্ভাসিত বৈদ্য পরিবার।