AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

100 Days of Russia-Ukraine War : ‘এটা চলতে থাকবে…,’ ইউক্রেন ‘যুদ্ধের’ ১০০ দিন পূরণে ইঙ্গিতপূর্ণ বার্তা ক্রেমলিনের

Russia-Ukraine War : একশো দিন পূর্ণ হয়েছে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের। এই উপলক্ষে গতকাল ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, উদ্দেশ্য পূরণ না হওয়া অবধি এটা চলতে থাকবে।

100 Days of Russia-Ukraine War : 'এটা চলতে থাকবে...,' ইউক্রেন 'যুদ্ধের' ১০০ দিন পূরণে ইঙ্গিতপূর্ণ বার্তা ক্রেমলিনের
প্রতীকী ছবি (সৌজন্যে : PTI)
| Edited By: | Updated on: Jun 04, 2022 | 10:58 AM
Share

মস্কো : একশো দিন পূর্ণ হয়েছে। ২৪ ফেব্রুয়ারির এক সকালেই কোনও সতর্ক বাণী ছাড়াই ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা করনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russian President Vladimir Putin)। তারপর থেকে গোলা বর্ষণ, ইউক্রেনের বিভিন্ন শহরে হয়েছে মিসাইল হামলা। ছিন্নভিন্ন হয়ে গিয়েছে গোটা দেশ। মারা দুই তরফের বহু সেনা। প্রাণ গিয়েছে ইউক্রেনের একাধিক সাধারণ নাগরিকও। ইউক্রেনে সামরিক অভিযানের একশো বছর পূরণ হয়েছে শুক্রবার। সেই উপলক্ষে গতকাল ক্রেমলিনের (Kremlin) তরফে বলা হয়েছে, এই একশো দিনের রাশিয়া কিছু ফলাফল পেয়েছে।

সংবাদ মাধ্যমের কাছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ (Dmitry Peskov) বলেছেন, ‘কিছু ফলাফল পাওয়া গিয়েছে।’ রাশিয়ার তরফে আগেই বলা হয়েছিল, ইউক্রেনের দুটি বিচ্ছিন্নতাবাদী রাশিয়াপন্থী অঞ্চল ডনেৎস্ক ও লুহানস্ক এর জনগণের সুরক্ষার জন্য়ই সেখানে রাশিয়ার তরফে সেনা পাঠানো হয়েছিল। সামরিক অভিযান শুরু হওয়ার আগেই ইউক্রেনের এই দুই অঞ্চলকে স্বাধীন ঘোষণা করেছিলেন পুতিন। গতকাল একই সুর শোনা গেল পেসকভের কণ্ঠে। তিনি বলেছেন, ‘তাঁদের সুরক্ষার খাতিরে কিছু পদক্ষেপ করা হয়েছে এবং কিছু ফলাফল পাওয়া গিয়েছে।’ তাঁর আরও সংযোজন, ‘ইউক্রেনের নাৎজিপন্থী সশস্ত্র বাহিনী ও জাতীয়তাবাদী গোষ্ঠীর হাত থেকে একাধিক বাসস্থান স্বাধীন করা হয়েছে।’ উল্লেখ্য, ইউক্রেন কর্তৃপক্ষকে একাধিকবার নাৎজিদের সঙ্গে তুলনা করেছে রাশিয়া। রাশিয়ার এই প্রচারকে নিজেদের সামরিক অভিযানের পিছনে যুক্তি সাজানোর অস্ত্র বলে মনে করেছে কিয়েভ।

পেসকভ আরও বলেছেন যে, নতুন করে শান্তিপূর্ণভাবে জীবনযাপনের জন্য নাগরিকদের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। তিনি বলেছেন, ‘এ কাজ চলতে থাকবে যতদিন না সামরিক অভিযানের সব উদ্দেশ্য পূরণ হচ্ছে।’ পেসকভের এই বার্তা ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। তাঁর কথায় এটা স্পষ্ট যে উদ্দেশ্য পূরণ না হওয়া অবধি পিছু হটছে না রাশিয়া। উল্লেখ্য, এই একশো দিনের সামরিক অভিযানে রাশিয়া ইউক্রেনের পূর্বে মারিউপোল, ডনবাস অঞ্চলের একাংশ নিজেদের কবজায় আনতে পেরেছে।