Theft: টিভি-ফ্রিজ-এসি কিনতে ৩০ জন মিলে চুরি করল ১৩৩ টন মুরগি! তারপর…

Cuba: হাভানায় একটি সরকারি দফতরে বিলি করার জন্য় ১৩৩ টন মুরগি মজুত করে রাখা হয়েছিল। চোরেরা সেই মুরগিই চুরি করে নিয়ে যায়। ১৬৬০টি সাদা বাক্সে ভরে সেই মুরগি শহরের বিভিন্ন প্রান্তে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। মুরগি বিক্রি করে যে টাকা পায়, তা দিয়ে টিভি, ফ্রিজ, এসি, ল্য়াপটপ কেনে চোরেরা।

Theft: টিভি-ফ্রিজ-এসি কিনতে ৩০ জন মিলে চুরি করল ১৩৩ টন মুরগি! তারপর...
প্রতীকী চিত্রImage Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Feb 12, 2024 | 6:00 AM

কিউবা: আর্থিক সঙ্কট, খাদ্য সঙ্কটে ধুঁকছে দেশ। বেড়েছে অরাজকতাও। চুরি, ডাকাতি- সবই বাড়ছে পাল্লা দিয়ে। ঘটছে অদ্ভুত নানা ঘটনাও। তবে টাকার অভাবে মুরগি চুরির কথা শুনেছেন? তাও আবার একটা বা দুটো নয়, ১৩৩ টন মুরগি চুরি হল। সেই মুরগি চুরি করে বিক্রিও করে দিল অভিযুক্তরা। সেই টাকা দিয়ে কেনা হল টেলিভিশন, ল্যাপটপ, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার। এমন অদ্ভুত চুরি হয়েছে কিউবায়। কাণ্ডটি ঘটিয়েছেন ৩০ জন।

কিউবার স্টেট টিভির তথ্য অনুযায়ী, আর্থিক ও খাদ্য সঙ্কটে ধুঁকতে থাকায় কিউবায় রেশন বুক সিস্টেম রয়েছে। এতে গরিব মানুষের মধ্যে খাবার বিলি করা হয়। হাভানায় একটি সরকারি দফতরে বিলি করার জন্য় ১৩৩ টন মুরগি মজুত করে রাখা হয়েছিল। চোরেরা সেই মুরগিই চুরি করে নিয়ে যায়। ১৬৬০টি সাদা বাক্সে ভরে সেই মুরগি শহরের বিভিন্ন প্রান্তে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়।

মুরগি বিক্রি করে যে টাকা পায়, তা দিয়ে টিভি, ফ্রিজ, এসি, ল্য়াপটপ কেনে চোরেরা। সরকারি আধিকারিক রিগোবের্টো মুস্টেলিয়ার জানান, প্রায় এক মাসের রেশন চুরি গিয়েছে। কীভাবে চুরি হল, তা না জানলেও, রাত দুটো নাগাদ কোল্ড স্টোরেজের তাপমাত্রায় পরিবর্তন হয়েছিল। মনে করা হচ্ছে, ওই সময়ই চোরেরা দল বেঁধে কোল্ড স্টোরেজে ঢোকে এবং ১৩৩ টন মুরগি চুরি করে। সরকারি অফিসের বাইরে থেকে একটি ট্রাক বেরতেও দেখা যায়।

চুরির অভিযোগে ওই অফিসের শিফট বস, আইটি কর্মী, সিকিউরিটি গার্ড সহ ৩০জনকে গ্রেফতার করা হয়েছে। যদি তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তবে ২০ বছর অবধি জেল হতে পারে।