টোকিও: মাটি যেন গিলে খাচ্ছে একের পর এক বাড়িকে। ভূমি ধসের সামনে খড়কুটোর মতো উড়ে যাচ্ছে সব। প্রবল বৃষ্টির জেরে পশ্চিম টোকিওর (Tokyo) শহরে মহা প্রলয়। আধিকারিকরা জানিয়েছেন, ভূমিধসের পর অন্তত ১৯ জন নিখোঁজ। আতামি শহর সম্পূর্ণ তছনছ করে দিয়েছে শক্তিশালী ভূমিধস। আতামির আধিকারিক তাকামিসি সুগিয়ামা জানিয়েছেন নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে।
উপত্যকা ও পাহাড়ে ঘেরা শহরে ভূমিধসের আশঙ্কা দিনের পর দিন বাড়ছে। তার মধ্যেই ক্রমাগত বৃষ্টি চলতি সপ্তাহ জুড়েই ভূমিধসের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছিল। ভূমিধসের যে ছবি প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে বিরাট মাটির স্তুপ এগিয়ে আসছে। সামনে বাড়ি-গাড়ি যা আসছে, সব ধ্বংস হয়ে যাচ্ছে। আতামির পার্শ্ববর্তী এলাকাতেই জারি হয়েছে ভূমিধসের সতর্কতা।
助けて、どうしていいかわかんない pic.twitter.com/bod6nxeooT
— Nakajima Mako (@522Kmkm) July 3, 2021
আতামির আধিকারিক তাকামিসি সুগিয়ামা জানিয়েছেন ইতিমধ্যেই উদ্ধারের কাজ শুরু হয়েছে। শনিবার সারা সকাল বৃষ্টির পর পুলিশ ও দুর্যোগ মোকাবিলা বাহিনীর পাশাপাশি উদ্ধারের কাজে হাত লাগিয়েছে স্বসুরক্ষা বাহিনীও। কিন্তু লাগাতার বৃষ্টি চিন্তা বাড়াচ্ছে। উল্লেখ্য, টোকিও দক্ষিণ পশ্চিমে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত আতামি। এর আগেও সমুদ্র উপকূলবর্তী এই শহরে ভূমিধস দেখা গিয়েছে।
আরও পড়ুন: ইতিহাসে প্রথম বার, সঙ্গমের সময় লম্বালম্বি ভাঙল পুং যৌনাঙ্গ