AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Libya Tragedy: যতদূর চোখ যাচ্ছে, শুধুই মৃতদেহ আর পচা গন্ধ, জোড়া বাঁধ ভেঙে লিবিয়ায় মৃত কমপক্ষে ৫৩০০, নিখোঁজ ১০ হাজারেরও বেশি

Dam Collapsed: রবিবার লিবিয়ার উপরে আছড়ে পড়ে শক্তিশালী ঘূর্ণিঝড় 'ড্য়ানিয়েল'। একটানা বৃষ্টিতে এমনিই নাজেহাল হচ্ছিল সাধারণ মানুষ, এরমধ্যে লাগাতার ঝড়-বৃষ্টির তাণ্ডবে দেরনা শহরের দুটি বাঁধ ভেঙে পড়ে। এরফলে নেমে আসে ভয়ঙ্কর বিপর্যয়। নিমেষে একের পর এক শহর ধুয়ে মুছে নিয়ে চলে যায় নদীবাঁধে আটকে থাকা জল।

Libya Tragedy: যতদূর চোখ যাচ্ছে, শুধুই মৃতদেহ আর পচা গন্ধ, জোড়া বাঁধ ভেঙে লিবিয়ায় মৃত কমপক্ষে ৫৩০০, নিখোঁজ ১০ হাজারেরও বেশি
ভেসে গিয়েছে একাধিক শহর।Image Credit: AFP
| Edited By: | Updated on: Sep 13, 2023 | 9:14 AM
Share

লিবিয়া: ভারী বৃষ্টিতে ভয়ঙ্কর বিপর্যয় লিবিয়ায় (Libya)। একটানা ভারী বৃষ্টির জেরে ভেঙে পড়ল দুটি বাঁধ (Dam)। নিমেষে বন্যার রূপ নেয়, ভেসে যায় আশেপাশের এলাকা। লিবিয়ার প্রশাসনিক সূত্রে খবর, ভয়াবহ বন্য়ায় কমপক্ষে ৫৩০০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়ে গিয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ। বেশ কয়েকটি শহরই সম্পূর্ণ ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। যত সময় এগোচ্ছে, ততই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লিবিয়ার অভ্যন্তরীণ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, রবিবার লিবিয়ার উপরে আছড়ে পড়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ড্য়ানিয়েল’। একটানা বৃষ্টিতে এমনিই নাজেহাল হচ্ছিল সাধারণ মানুষ, এরমধ্যে লাগাতার ঝড়-বৃষ্টির তাণ্ডবে দেরনা শহরের দুটি বাঁধ ভেঙে পড়ে। এরফলে নেমে আসে ভয়ঙ্কর বিপর্যয়। নিমেষে একের পর এক শহর ধুয়ে মুছে নিয়ে চলে যায় নদীবাঁধে আটকে থাকা জল। বহু জনবসতি জলের তোড়ে ভেসে গিয়ে সরাসরি সমুদ্রে আছড়ে পড়েছে বলে জানা গিয়েছে।

ভয়ঙ্কর অবস্থা দেরনা ও বেনগাজির। ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে লিবিয়ার আল-বায়দা, আল-মার্জ, তোবরুক, বাতাহ-র মতো বেশ কিছু শহর। যত দূর চোখ যাচ্ছে, তত দূর অবধি শুধুই মৃতদেহের স্তূপ দেখা যাচ্ছে। ভাঙা ঘরবাড়ি, রাস্তাঘাটে যত্রতত্র ছড়িয়ে পড়ে রয়েছে মৃতদেহ। এমনকী, সমুদ্রেও ভাসছে দেহ। প্রশাসন সূত্রে খবর, বৃষ্টি ও বাঁধ ভেঙে কমপক্ষে ৫ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়ে গিয়েছেন কমপক্ষে ১০ হাজার।

পূর্ব লিবিয়ার স্বাস্থ্যমন্ত্রী ওথমান আবদুলজালিল জানান, বন্যায় ব্য়াপক ক্ষতিগ্রস্ত হয়েছে দেরনা। শুধুমাত্র দেরনাতেই নিখোঁজের সংখ্যা ৬ হাজার পার করতে পারে। বন্যার জলে ভেসে গিয়েছে বাড়িঘরের সঙ্গে হাসপাতালও। মৃতদেহ রাখার জায়গাও নেই। রাস্তার ধারেই মৃতদেহ সাজিয়ে রাখতে হচ্ছে।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানো দেখা যাচ্ছে মাইলের পর মাইল জুড়ে বাড়িঘর সম্পূর্ণ গুড়িয়ে গিয়েছে। কাদার নীচে চাপা পড়ে গিয়েছে গাড়ি-বাস। যাতায়াতের কোনও রাস্তা অবশিষ্ঠ নেই আর। দেরনা শহর বাকি দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

গতকাল মিশর, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহি, জার্মানি, ফ্রান্স ও ইতালি থেকে পাঠানো ত্রাণ লিবিয়ায় পৌঁছয়। উদ্ধারকারী দলও পাঠানো হচ্ছে। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক সংস্থা রেড ক্রসের তরফে জানানো হয়েছে, আদতে মৃতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। প্রশাসনের তরফে ১০ হাজার মানুষকে নিখোঁজ বলে ঘোষণা করলেও, কমপক্ষে ৪০ হাজার মানুষ নিখোঁজ হয়ে গিয়েছেন বন্যায়।