Christmas 2022: পোপের হাতে শিশু যিশু, সান্টা দৌড়, ‘পোসাদা’ – ২০টি ছবিতে দেখুন বিশ্বজুড়ে ক্রিসমাস উদযাপন

Christmas 2022 celebrations in photos: সারা বিশ্বে পালিত হচ্ছে ক্রিস্টমাস, বাদ নেই যুদ্ধবিধ্বসত ইউক্রেনও। দেখুন ছবিতে ছবিতে।

| Edited By: | Updated on: Dec 25, 2022 | 2:50 PM
নতুন করে করোনভাইরাস সংক্রমণের আশঙ্কার মধ্যে তাইওয়ানের তাইপেই শহরে মুখে মাস্ক পরেই ক্রিসমাসের আনন্দে সামিল হয়েছেন সেখানকার বাসিন্দারা।

নতুন করে করোনভাইরাস সংক্রমণের আশঙ্কার মধ্যে তাইওয়ানের তাইপেই শহরে মুখে মাস্ক পরেই ক্রিসমাসের আনন্দে সামিল হয়েছেন সেখানকার বাসিন্দারা।

1 / 20
পোল্যান্ডের ওয়ারশতে বড়দিনের আলোকসজ্জার সামনে ছবির জন্য পোজ দিচ্ছেন এক মহিলা৷

পোল্যান্ডের ওয়ারশতে বড়দিনের আলোকসজ্জার সামনে ছবির জন্য পোজ দিচ্ছেন এক মহিলা৷

2 / 20
ভেনেজুয়েলার কারাকাসে ক্রিসমাস উপলক্ষে হয় 'সান্তা ক্লজ দৌড়'। এই প্রতিযোগিতার সময় দৌড়বিদদের উৎসাহ দিচ্ছেন সান্টা থিমের পোশাক পরিহিতা এক মহিলা।

ভেনেজুয়েলার কারাকাসে ক্রিসমাস উপলক্ষে হয় 'সান্তা ক্লজ দৌড়'। এই প্রতিযোগিতার সময় দৌড়বিদদের উৎসাহ দিচ্ছেন সান্টা থিমের পোশাক পরিহিতা এক মহিলা।

3 / 20
মেক্সিকো সিটির শোচিমিলচো বরো এলাকায় বড়দিনের 'পোসাদা'র সময় 'নিনোপান'-এর শোভাযাত্রা। 'পোসাদা' কথার অর্থ বাসস্থান বা আশ্রয়। প্রবল ঠান্ডার মধ্যে আশ্রয়ের সন্ধানে মেরি এবং জোসেফের, নাজারেথ থেকে বেথলেহেম পর্যন্ত দীর্ঘ যাত্রার স্মরণে শিশু যিশুর মূর্তি নিয়ে এই শোভাযাত্রার আয়োজন করা হয়।

মেক্সিকো সিটির শোচিমিলচো বরো এলাকায় বড়দিনের 'পোসাদা'র সময় 'নিনোপান'-এর শোভাযাত্রা। 'পোসাদা' কথার অর্থ বাসস্থান বা আশ্রয়। প্রবল ঠান্ডার মধ্যে আশ্রয়ের সন্ধানে মেরি এবং জোসেফের, নাজারেথ থেকে বেথলেহেম পর্যন্ত দীর্ঘ যাত্রার স্মরণে শিশু যিশুর মূর্তি নিয়ে এই শোভাযাত্রার আয়োজন করা হয়।

4 / 20
ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অ্যাকোয়ারিও অ্যাকোয়ারিয়ামে একটি ট্যাঙ্কের ভিতরে, সান্তা ক্লজের পোশাক পরা এক অ্যাকোয়ারিস্টের সঙ্গে সেলফি তুলছেন দর্শকরা।

ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অ্যাকোয়ারিও অ্যাকোয়ারিয়ামে একটি ট্যাঙ্কের ভিতরে, সান্তা ক্লজের পোশাক পরা এক অ্যাকোয়ারিস্টের সঙ্গে সেলফি তুলছেন দর্শকরা।

5 / 20
ওয়েস্টব্যাঙ্কের বেথলেহেম শহরের চার্চ অফ দ্য নেটিভিটি কম্পাউন্ডে ক্রিসমাস উপলক্ষে, জেরুজালেমের ভারপ্রাপ্ত ল্যাটিন প্যাট্রিয়ার্ক পিয়েরবাতিস্তা পিজাবাল্লার নেতৃত্বে মধ্যরাতের গণসমাবেশ।

ওয়েস্টব্যাঙ্কের বেথলেহেম শহরের চার্চ অফ দ্য নেটিভিটি কম্পাউন্ডে ক্রিসমাস উপলক্ষে, জেরুজালেমের ভারপ্রাপ্ত ল্যাটিন প্যাট্রিয়ার্ক পিয়েরবাতিস্তা পিজাবাল্লার নেতৃত্বে মধ্যরাতের গণসমাবেশ।

6 / 20
ভ্যাটিকানের সেন্ট পিটারস ব্যাসিলিকায় মধ্যরাতের গণসমাবেশে শিশু যিশুর মূর্তি হাতে পোপ ফ্রান্সিস।

ভ্যাটিকানের সেন্ট পিটারস ব্যাসিলিকায় মধ্যরাতের গণসমাবেশে শিশু যিশুর মূর্তি হাতে পোপ ফ্রান্সিস।

7 / 20
ইস্তাম্বুলের সেন্ট এন্টোইন ক্যাথলিক চার্চে ক্রিসমাস ইভের গণসমাবেশ।

ইস্তাম্বুলের সেন্ট এন্টোইন ক্যাথলিক চার্চে ক্রিসমাস ইভের গণসমাবেশ।

8 / 20
মিশরের কায়রোতে সেন্ট জোসেফস ক্যাথলিক চার্চে ক্রিসমাস ইভের সমাবেশ শেষে উপাসকদের চুম্বন করার জন্য শিশু যিশুর একটি মূর্তি তুলে ধরেছেন ফাদার মামদৌহ চেহাব।

মিশরের কায়রোতে সেন্ট জোসেফস ক্যাথলিক চার্চে ক্রিসমাস ইভের সমাবেশ শেষে উপাসকদের চুম্বন করার জন্য শিশু যিশুর একটি মূর্তি তুলে ধরেছেন ফাদার মামদৌহ চেহাব।

9 / 20
পানামা শহরের লা মার্সেড ক্যাথলিক গির্জায় বড়দিনের প্রাক্কালে একটি শিশু যিশুর মূর্তির সঙ্গে ছবি তুলছেন দর্শনার্থীরা।

পানামা শহরের লা মার্সেড ক্যাথলিক গির্জায় বড়দিনের প্রাক্কালে একটি শিশু যিশুর মূর্তির সঙ্গে ছবি তুলছেন দর্শনার্থীরা।

10 / 20
খারকিভে রুশ সীমান্তের কাছে ক্রিসমাস উপলক্ষে ইউক্রেনের ন্যাশনাল গার্ড সৈন্যদের আশীর্বাদ করছেন এক পাদ্রি।

খারকিভে রুশ সীমান্তের কাছে ক্রিসমাস উপলক্ষে ইউক্রেনের ন্যাশনাল গার্ড সৈন্যদের আশীর্বাদ করছেন এক পাদ্রি।

11 / 20
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের বাইরে একটি স্কি রিসর্টে, রুশ সান্তা ক্লজ 'গ্র্যান্ডফাদার ফ্রস্ট'-এর পোশাকে স্কি করছেন বহু মানুষ।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের বাইরে একটি স্কি রিসর্টে, রুশ সান্তা ক্লজ 'গ্র্যান্ডফাদার ফ্রস্ট'-এর পোশাকে স্কি করছেন বহু মানুষ।

12 / 20
গ্রিসের এথেন্সের সেন্ট্রাল স্কোয়ারে বড়দিনের সমাবেশের উড়ন্ত লণ্ঠন ছাড়ছেন এক মহিলা।

গ্রিসের এথেন্সের সেন্ট্রাল স্কোয়ারে বড়দিনের সমাবেশের উড়ন্ত লণ্ঠন ছাড়ছেন এক মহিলা।

13 / 20
ফ্রান্সের সুইমিং ক্লাব লেস ওরস ব্ল্যাঙ্কস বা দ্য পোলার বিয়ারস ক্রিসমাস উপলক্ষে আটলান্টিক মহাসাগরে একটি সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে। মাত্র ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় ১০০ জন সাঁতারু এই বার্ষিক উদযাপনে অংশ নেন।

ফ্রান্সের সুইমিং ক্লাব লেস ওরস ব্ল্যাঙ্কস বা দ্য পোলার বিয়ারস ক্রিসমাস উপলক্ষে আটলান্টিক মহাসাগরে একটি সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে। মাত্র ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় ১০০ জন সাঁতারু এই বার্ষিক উদযাপনে অংশ নেন।

14 / 20
ইতালির জেনোয়ার কাছে ইম্পেরিয়াতে একটি নৌকায় দাঁড়িয়ে সান্তা ক্লজের পোশাক পরা এক ব্যক্তি আতশবাজি জ্বালাচ্ছেন।

ইতালির জেনোয়ার কাছে ইম্পেরিয়াতে একটি নৌকায় দাঁড়িয়ে সান্তা ক্লজের পোশাক পরা এক ব্যক্তি আতশবাজি জ্বালাচ্ছেন।

15 / 20
জাপানের টোকিওতে ক্রিসমাস ট্রির কাছে একজন মহিলা এবং একজন পুরুষ তাদের সেলফির জন্য পোজ দিচ্ছেন৷

জাপানের টোকিওতে ক্রিসমাস ট্রির কাছে একজন মহিলা এবং একজন পুরুষ তাদের সেলফির জন্য পোজ দিচ্ছেন৷

16 / 20
বেজিংয়ের এক হোটেলে এক বিশাল ক্রিসমাস ট্রির সঙ্গে ছবি তুলতে জড়ো হয়েছেন দর্শনার্থীরা। করোনা আতঙ্কের মধ্যে অনেকেরই মুখে রয়েছে মাস্ক।

বেজিংয়ের এক হোটেলে এক বিশাল ক্রিসমাস ট্রির সঙ্গে ছবি তুলতে জড়ো হয়েছেন দর্শনার্থীরা। করোনা আতঙ্কের মধ্যে অনেকেরই মুখে রয়েছে মাস্ক।

17 / 20
দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক-সু এবং সান্তা ক্লজের পোশাক পরা স্বেচ্ছাসেবকরা দক্ষিণ কোরিয়ার সিওলে দরিদ্রদের মধ্যে উপহার বিতরণ করছেন।

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক-সু এবং সান্তা ক্লজের পোশাক পরা স্বেচ্ছাসেবকরা দক্ষিণ কোরিয়ার সিওলে দরিদ্রদের মধ্যে উপহার বিতরণ করছেন।

18 / 20
ক্রিসমাস কয়্যার গাওয়া চলছে লন্ডনের সেন্ট পল'স ক্যাথিড্রালে।

ক্রিসমাস কয়্যার গাওয়া চলছে লন্ডনের সেন্ট পল'স ক্যাথিড্রালে।

19 / 20
পর্তুগালের লিসবনের ডাউনটাউন কমার্সিও স্কোয়ারে একটি ক্রিসমাস ট্রির পাশে চুম্বন করছেন এক যুগল।

পর্তুগালের লিসবনের ডাউনটাউন কমার্সিও স্কোয়ারে একটি ক্রিসমাস ট্রির পাশে চুম্বন করছেন এক যুগল।

20 / 20
Follow Us: