Cyclone Mocha Live Updates: গভীর নিম্নচাপে পরিণত ‘মোখা’, মায়ানমারে হড়পা বানের সতর্কতা

| Edited By: | Updated on: May 15, 2023 | 1:32 PM

Cyclone Mocha Live Updates: মায়ানমারের স্থলভাগে আছড়ে পড়েছে মোখা। মোখার আশঙ্কায় বাংলাদেশ ও মায়ানমারের উপকূল এলাকা থেকে ইতিমধ্যেই বহু মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে।

Cyclone Mocha Live Updates: গভীর নিম্নচাপে পরিণত 'মোখা', মায়ানমারে হড়পা বানের সতর্কতা
ঘূর্ণিঝড় মোখার দাপটে ভাঙল ঘর।

রাখাইন: প্রবল গতি নিয়ে স্থলভাগে আছড়ে পড়েছে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা (Mocha)। সাড়ে ১১ টা নাগাদ শুরু হয়েছে মোখার ল্যান্ডফল প্রক্রিয়া। মায়ানমারের সিতওয়া উপকূলে আছড়ে পড়েছে মোখা। প্রায় দেড় থেকে দুই ঘণ্টা ধরে চলবে এই প্রক্রিয়া। ল্যান্ডফল শুরুর সময় এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার। মোখার দাপটে বাংলাদেশে ও মায়ানমারে বেশ ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই সমস্ত খবরের সমস্ত আপডেট দেখতে নজর রাখুন এই লাইভ ব্লগে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 15 May 2023 12:16 PM (IST)

    ভেঙে পড়েছে গাছ

    বাংলাদেশে ভেঙে পড়েছে গাছ।

  • 15 May 2023 12:15 PM (IST)

    ঝড়ের পর রোহিঙ্গা শিবিরের হাল

    বাংলাদেশে রোহিঙ্গা শিবিরে ঝড়ের প্রভাব। ছবি:AFP

  • 15 May 2023 12:10 PM (IST)

    মায়ানমারে ক্ষয়ক্ষতির চিত্র

    মোখার দাপটে ভেঙে পড়ল গাছ।

  • 15 May 2023 11:09 AM (IST)

    দেখুন মোখার দাপট

  • 15 May 2023 08:49 AM (IST)

    গভীর নিম্নচাপে পরিণত হল মোখা

    রবিবার সারাদিন দাপট দেখানোর পর অবশেষে শক্তি খোয়াল ঘূর্ণিঝড় মোখা। শক্তি খুইয়ে বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

  • 15 May 2023 07:47 AM (IST)

    হড়পা বান-ধসের আশঙ্কা মায়ানমার-বাংলাদেশে

    ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশ ও মায়ানমারে। লাগাতার ঝড়বৃষ্টির কারণে হড়পা বান ও ধসের সম্ভাবনাও দেখা দিয়েছে। এই নিয়ে প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে।

  • 15 May 2023 07:45 AM (IST)

    মায়ানমারে ঝড়ের বীভৎস চিত্র

  • 15 May 2023 07:00 AM (IST)

    এখনও জারি বৃ্ষ্টি

    Cyclone mocha update

    ঘূর্ণিঝড় মোখার দাপট। ছবি:PTI

  • 15 May 2023 06:52 AM (IST)

    মায়ানমারে ব্যাপক ক্ষয়ক্ষতি মোখার জেরে

  • 15 May 2023 06:51 AM (IST)

    বাংলাদেশে বন্যা পরিস্থিতি

    ঘূর্ণিঝড় মোখার দাপটে রবিবার দিনভর ব্য়াপক ঝড়বৃষ্টি হয় বাংলাদেশ ও মায়ানমারে। ভারী বৃষ্টির জেরে বাংলাদেশের সীমান্তবর্তী শহর মাওউংডাও-তে হরপা বান আসে।

  • 15 May 2023 06:49 AM (IST)

    মায়ানমারে জারি মোখার দাপট

    আশঙ্কা আগেই ছিল। ঘূর্ণিঝড় মোখার দাপট দেখা গেল মায়ানমার ও বাংলাদেশে। ঘূর্ণিঝড়ের জেরে দুই দেশেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে বাংলাদেশ থেকে ঘূর্ণিঝড় বেরিয়ে গেলেও, মায়ানমারে রয়ে গিয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব। এখনও বিভিন্ন জায়গায় ঝড়বৃষ্টির খবর মিলছে।

  • 14 May 2023 09:46 PM (IST)

    বাংলাদেশ থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে গিয়েছে ঘূর্ণিঝড় ‘মোখা’

    বাংলাদেশ থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে গিয়েছে ঘূর্ণিঝড় মোখা। রবিবার রাত ৮টা নাগাদ একথা ঘোষণা করেছেন বাংলাদেশ আবহাওয়া দফতরের প্রধান আজিজুর রহমান।

  • 14 May 2023 09:13 PM (IST)

    ভাঙল রোহিঙ্গা ক্যাম্পের কয়েক হাজার ঘর

    মোখা-র জেরে ভাঙল রোহিঙ্গা ক্যাম্পের কয়েক হাজার ঘর।

  • 14 May 2023 07:42 PM (IST)

    কক্সবাজারে ক্ষতিগ্রস্ত কয়েকশো বাড়ি-ঘর

    কক্সবাজারের জেলাশাসক জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে কক্সবাজার জেলায় প্রায় ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সেন্ট মার্টিন দ্বীপেই ক্ষতি হয়েছে ১২০০ বাড়ি-ঘরের।

  • 14 May 2023 07:39 PM (IST)

    ঝড়ের দাপটে বাংলাদেশে উড়েছে ছাউনি

  • 14 May 2023 07:37 PM (IST)

    মাথায় ত্রিপল চাপিয়েই প্রাণরক্ষা

    মায়ানমার উপকূলবর্তী শহর কুয়াকত শহরে প্রবল ঝড় ও বৃষ্টিপাত। ছবিতে দেখা যাচ্ছে, মাথায় ত্রিপল দিয়ে কোনওরকমে নিজেদের ঝড় থেকে বাঁচানোর চেষ্টা করছেন।

  • 14 May 2023 07:30 PM (IST)

    মোখার দাপটে চৌপাট বাজার-হাট

  • 14 May 2023 07:29 PM (IST)

    ঝড় থেকে বাঁচতে স্কুলই সহায়

    মোখার আছড়ে পড়ার আগেই বাংলাদেশের দক্ষিণ সীমান্তের শহর টেকনাফে আশ্রয় নিয়েছেন একাধিক মানুষ। কক্স বাজারে ১ লক্ষ ৯০ হাজার সাধারণ মানুষ এবং চট্টগ্রামে প্রায় ১ লক্ষ মানুষকে সরিয়ে এনেছে বাংলাদেশ প্রশাসন।

  • 14 May 2023 07:19 PM (IST)

    স্থগিত এসএসসি পরীক্ষা

    ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে বাংলাদেশে সোমবার সব শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাংলাদেশের আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের তরফে এমন সিদ্ধান্তই নেওয়া হয়েছে।

  • 14 May 2023 07:12 PM (IST)

    দেখুন ঝড়ের ছবি

  • 14 May 2023 07:11 PM (IST)

    সিটাওয়াতে ঝড়ের দাপট

  • 14 May 2023 05:17 PM (IST)

    বাংলাদেশে ভাঙল ৩০০-র বেশি ঘর-বাড়ি

    ঝোড়ো হাওয়ার পাশাপাশি প্রবল বৃষ্টিও শুরু হয়েছে বাংলাদেশের একাধিক জায়গায়। মোখার খেলায় সেইন্ট মার্টিন দ্বীপের মাঝরপাড়া, কোনারপাড়া, গলাচিপা, দক্ষিণপাড়া, পশ্চিমপাড়া, উত্তরপাড়ার অন্তত ৩৪০টি ঘরবাড়ি ভেঙে গিয়েছে বলে বাংলাদেশের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে।

  • 14 May 2023 04:59 PM (IST)

    মায়ানমার জুড়ে ক্ষয়ক্ষতি

    মায়ানমারের সামরিক তথ্য দফতরের তরফে জানিয়েছে, ঝড়ে সিটওয়ে, কিয়াউকপিউ ও গওয়া শহরে বাড়িঘর, বৈদ্যুতিক ট্রান্সফরমার, মোবাইল ফোন টাওয়ার, নৌকা ও ল্যাম্পপোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ইয়াঙ্গুন থেকে প্রায় ৪২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কোকো দ্বীপপুঞ্জের ক্রীড়া ভবনগুলোর ছাদও ভেঙে পড়েছে। এদিকে মায়ানমারে মোখার দাপটে বাড়ির ছাদ ভেঙে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৩ জনের।

  • 14 May 2023 04:55 PM (IST)

    মোখার প্রভাবে ক্ষয়ক্ষতি হতে পারে ত্রিপুরা সহ দেশের একাধিক রাজ্যে

    মোখার প্রভাব পড়তে পারে সীমান্তের এপারেও। মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, মণিপুর ও দক্ষিণ অসমের বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আগেই দিয়েছিল মৌসম ভবন। ক্ষতি হতে পারে মাঠের ফসলেরও। এদিকে কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে IMD। সতর্কতাও জারি করা হয়েছে বেশ কিছু জায়গায়।

  • 14 May 2023 04:43 PM (IST)

    বাংলাদেশের সেইন্ট মার্টিন আইল্যান্ডে ঝড়ের দাপট 

  • 14 May 2023 04:12 PM (IST)

    সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে উপূকলের বাসিন্দাদের

    কয়েক দশকে সবথেকে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘মোখা’। এই ঘূর্ণিঝড়ের দাপটে প্রাণহানির আশঙ্কায় শনিবারই বাংলাদেশ ও মায়ানমার উপকূল থেকে হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

  • 14 May 2023 04:06 PM (IST)

    নুইয়ে পড়ল টাওয়ার

    মোখার দাপটে মায়ানমারের সিতওয়ায় ভেঙে পড়ল ফোনের টাওয়ার। দেখুন ভিডিয়ো

  • 14 May 2023 04:05 PM (IST)

    ২১০ কিলোমিটার বেগে দাঁতাল হাতির মতো মায়ানমার দাপাচ্ছে ঘূর্ণিঝড় ‘মোখা’

    মোখার তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যাবে বাংলাদেশ ও মায়ানমারের উপকূল এলাকা। মায়ানমারের রাখাইন এবং চিন প্রদেশে এর প্রভাব সবথেকে বেশি পড়বে বলে মনে করা হচ্ছে।

    বিস্তারিত পড়ুন: ২১০ কিলোমিটার বেগে দাঁতাল হাতির মতো মায়ানমার দাপাচ্ছে ঘূর্ণিঝড় ‘মোখা’

  • 14 May 2023 04:04 PM (IST)

    ‘মোখার’ চোখ রাঙানিতে বজ্রআঁটুনি দিঘায়, হঠাৎ ফসকা গেরোয় পড়ে প্রাণ যাচ্ছিল যুবকের

    হাওয়া অফিস সূত্রে খবর, ল্যান্ডফলের সময় মোখার সর্বোচ্চ গতিবেগ রয়েছে ঘণ্টায় ২১০ কিলোমিটার। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে মোখার প্রভাব রাজ্যে সরাসরি না পড়লেও সমুদ্র উত্তাল হবে। বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে দিঘা, সর্বত্রই মাঠে নেমে পড়েছে বিপর্যয় মোকাবিলা দল। চলছে সতর্কতা মূলক প্রচার। এরইমধ্যে দিঘাতে ঘটে গেল বড় বিপত্তি। প্রশানের নির্দেশ অমান্য করে দিঘায় সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া পর্যটক রক্ষা পেলেন বরাত জোরে।

    বিস্তারিত পড়ুন: ‘মোখার’ চোখ রাঙানিতে বজ্রআঁটুনি দিঘায়, হঠাৎ ফসকা গেরোয় পড়ে প্রাণ যাচ্ছিল যুবকের

  • 14 May 2023 04:02 PM (IST)

    কক্সবাজার কাঁপাচ্ছে ‘মোখা’, বাংলাদেশে শুরু হয়েছে অতি প্রবল ঘূর্ণিঝড়ের তাণ্ডব

    মহাশক্তি নিয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ এখন বাংলাদেশের কক্সবাজার উপকূলে ইতিমধ্যে আঘাত হেনেছে। বাংলাদেশের পাশাপাশি মায়ানমার উপকূলেও তাণ্ডবলীলা চালাচ্ছে মোখা। এর প্রভাবে কক্সবাজার ও রাখাইনসহ উত্তর মায়ানমারের কয়েকটি রাজ্যে হচ্ছে বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে।

    বিস্তারিত পড়ুন: কক্সবাজার কাঁপাচ্ছে ‘মোখা’, বাংলাদেশে শুরু হয়েছে অতি প্রবল ঘূর্ণিঝড়ের তাণ্ডব

  • 14 May 2023 03:17 PM (IST)

    জলের তলে যেতে পারে বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ

    সাইক্লোন ‘মোখার’ কারণে জলের তলায় চলে যেতে পারে বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ সেইন্ট মার্টিন। বাংলাদেশের মৌসম ভবন জানিয়েছে, “যেহেতু এই দ্বীপে কোনও বড় পরিকাঠামো নেই ফলে এই ঝড় কোনও বাধা পাবে না এখানে। আর দ্বীপে সরাসরি আঘাত করবে।”
  • 14 May 2023 03:05 PM (IST)

    মোখার ত্রাণের ত্রিপলে বিরিয়ানির দোকান

    ঘূর্ণিঝড় মোখার (Cyclone Mokha) আতঙ্কে ঘুম উড়েছে রাজ্য়ের উপকূলবর্তী এলাকার মানুষদের। তাঁদের জন্য আগেভাগে ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করেছে প্রশাসন। কিন্তু, সেই ত্রাণের সঠিক ব্যবহার কী আগেও আদৌ হচ্ছে? আমডাঙায় (Amdanga) রয়েছে এক বিরিয়ানির দোকান। পাশে টাঙানো একটা কালো ত্রিপল। আপাতভাবে দেখলে এ তো হাটে-বাজারের স্বাভাবিক ছবি। তাহলে বিতর্ক কোথায়?

    বিস্তারিত পড়ুন: Cyclone Mokha: মোখার ত্রাণের ত্রিপলে বিরিয়ানির দোকান, ‘দেখা মাত্রই খুলে ফেলতে বলেছি’, সাফাই বিডিওর

  • 14 May 2023 03:04 PM (IST)

    চোখের নিমেষে ‘পিক-আপ’! দুশ্চিন্তা বাড়িয়ে আমপানের চেয়েও ভয়াবহ ‘বাহুবলী’ মোখা

    ঘূর্ণিঝড়ের দুনিয়াতে পিক-আপ নিয়ে জোর টক্কর। যত দিন যাচ্ছে, দ্রুত শক্তি বাড়ানোর প্রবণতা বেড়েই চলেছে। মানে চোখের নিমেষে পিক-আপ। এই তালিকাতেই নবতম সংযোজন ‘মোখা’ (Cyclone Mocha)। ২৪ ঘণ্টায় সাধারণ ঘূর্ণিঝড় থেকে অতি তীব্র ঘূর্ণিঝড়, পরের ১৮ ঘণ্টায় একেবারে চরম তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয় মোখা।

    বিস্তারিত পড়ুন: Cyclone Mocha: চোখের নিমেষে ‘পিক-আপ’! দুশ্চিন্তা বাড়িয়ে আমপানের চেয়েও ভয়াবহ ‘বাহুবলী’ মোখা

  • 14 May 2023 03:02 PM (IST)

    রবি-সোম দিঘা গেলে বুঝে যান…

    ঘূর্ণিঝড় মোখার জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইতিমধ্যেই সমুদ্র সৈকত এলাকায় পুলিশের (Digha Coastal Police) তরফে মাইকিং করা হচ্ছে। আগামী ১৫ মে (সোমবার) পর্যন্ত দিঘায় সমুদ্র স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

    বিস্তারিত পড়ুন: রবি-সোম দিঘা গেলে বুঝে যান…

  • 14 May 2023 03:00 PM (IST)

    ‘মোখা’-র জেরে উপকূলবর্তী সমস্ত স্কুল-কলেজ ছুটি ঘোষণা, স্থগিত SSC পরীক্ষাও

    শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মোখা’-র তাণ্ডবে কক্সবাজার তছনছ হয়ে যেতে পারে বলে আশঙ্কাবাণী শুনিয়েছে আবহাওয়া দফতর। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে উপকূলের বাসিন্দাদের অন্যত্র সরানো হয়েছে। এবার সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করল বাংলাদেশের শিক্ষা মন্ত্রক। এছাড়া SSC পরীক্ষাও বাতিল করা হয়েছে।

    বিস্তারিত পড়ুন: ‘মোখা’-র জেরে উপকূলবর্তী সমস্ত স্কুল-কলেজ ছুটি ঘোষণা, স্থগিত SSC পরীক্ষাও

Published On - May 14,2023 2:57 PM

Follow Us: