AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mokha: ‘মোখা’-র জেরে উপকূলবর্তী সমস্ত স্কুল-কলেজ ছুটি ঘোষণা, স্থগিত SSC পরীক্ষাও

Mokha: আগামী ১৪ ও ১৫ মে অর্থাৎ রবি ও সোমবার পাঁচটি শিক্ষাবোর্ড- কুমিল্লা শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।

Mokha: 'মোখা'-র জেরে উপকূলবর্তী সমস্ত স্কুল-কলেজ ছুটি ঘোষণা, স্থগিত SSC পরীক্ষাও
প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: May 13, 2023 | 9:21 PM
Share

ঢাকা: ঘূর্ণিঝড় ‘মোখা’ (Mokha)-য় ক্রমশ উদ্বেগ বাড়ছে বাংলাদেশ (Bangladesh) ও মায়ানমার (Myanmar) উপকূলে। শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মোখা’-র তাণ্ডবে কক্সবাজার তছনছ হয়ে যেতে পারে বলে আশঙ্কাবাণী শুনিয়েছে আবহাওয়া দফতর। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে উপকূলের বাসিন্দাদের অন্যত্র সরানো হয়েছে। এবার সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করল বাংলাদেশের শিক্ষা মন্ত্রক। এছাড়া SSC পরীক্ষাও বাতিল করা হয়েছে।

শনিবার শিক্ষা মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে ১৪ মে, রবিবার চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড ও যশোর শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত জেলাগুলির মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকবে।

স্কুল, কলেজ বন্ধের পাশাপাশি আগামী ১৪ ও ১৫ মে অর্থাৎ রবি ও সোমবার পাঁচটি শিক্ষাবোর্ড- কুমিল্লা শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই দু-দিনের পরীক্ষার তারিখ ও সময় পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ঘূর্ণিঝড় মোখা-র জন্যই এই পরীক্ষাগুলি বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, রবিবার দুপুরে কক্সবাজারের দক্ষিণে মায়ানমারের সিতওয়ে উপকূলে ঘূর্ণিঝড় মোখা (Cyclone Mokha) আছড়ে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ১৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। ফলে সিঁদুরে মেঘ দেখছে বাংলাদেশ (Bangladesh)। ইতিমধ্যে উপকূলবর্তী ১০ লক্ষ মানুকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যাচ্ছে।