ভিডিয়ো: ২১০ কিলোমিটার বেগে দাঁতাল হাতির মতো মায়ানমার দাপাচ্ছে ঘূর্ণিঝড় ‘মোখা’

Cyclone Mocha in Mayanmar: বাংলাদেশ ও মায়ানমার উপকূল দিয়ে স্থলভাগে পৌঁছে গেল মোখা। এখন তা ক্রমেই উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাবে। যে সমস্ত এলাকায় দিয়ে তা বইবে সেখানে ধ্বংসলীলা চলবে। মোখার আশঙ্কায় বাংলাদেশ ও মায়ানমারের উপকূল এলাকা থেকে প্রচুর মানুষকে করিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

ভিডিয়ো: ২১০ কিলোমিটার বেগে দাঁতাল হাতির মতো মায়ানমার দাপাচ্ছে ঘূর্ণিঝড় 'মোখা'
মায়ানমারে মোখার তাণ্ডব
Follow Us:
| Edited By: | Updated on: May 14, 2023 | 2:18 PM

রাখাইন: স্থলভাগে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঘড় মোখা। মায়ানমারে সিতওয়া উপকূলে আছড়ে পড়েছে মোখা। অতিপ্রবল ঘূর্ণিঘড়ের ল্যান্ডফ প্রক্রিয়া ঘণ্টা দেড়-দুই ধরে চলবে বলে জানা গিয়েছে। বাংলাদেশের কক্সবাজার ও মায়ানমারের উত্তর উপকূল দিয়ে বয়ে যাচ্ছে মোখা। এই এলাকায় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার। মোখার তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যাবে বাংলাদেশ ও মায়ানমারের উপকূল এলাকা। মায়ানমারের রাখাইন এবং চিন প্রদেশে এর প্রভাব সবথেকে বেশি পড়বে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ ও মায়ানমার উপকূল দিয়ে স্থলভাগে পৌঁছে গেল মোখা। এখন তা ক্রমেই উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাবে। যে সমস্ত এলাকায় দিয়ে তা বইবে সেখানে ধ্বংসলীলা চলবে। মোখার আশঙ্কায় বাংলাদেশ ও মায়ানমারের উপকূল এলাকা থেকে প্রচুর মানুষকে করিয়ে নিয়ে যাওয়া হয়েছে। লক্ষাধিক মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

তবে মোখার প্রভাবে বাংলাদেশ ও মায়ানমারের উপকূল এলাকায় প্রবল জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। এর জেরে উপকূল এলাকার জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। এর পাশাপাশি মোখার তাণ্ডবে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রচুর মানুষ এর জেরে গৃহহীন হবেন বলে আশঙ্কা।

বাংলাদেশ ও মায়ানমার দুই দেশেই বিপর্যয় মোকাবিলা বাহিনী তৈরি রয়েছে। আগামী কয়েক ঘণ্টায় সেখানে মোখা কতটা ক্ষতি করে সে দিকেই নজর গোটা বিশ্বের।