Earthquake in Tibet: তীব্র ভূমিকম্পে ছারখার তিব্বত, মৃত বেড়ে ১২৬

Jan 07, 2025 | 11:17 PM

Earthquake in Tibet: ধ্বংসস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন বলে আশঙ্কা। উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। ৩০০০ উদ্ধারকারী উদ্ধারকাজে নেমেছেন। বিপর্যয় মোকাবিলায় ১৩.৬ মিলিয়ন ডলার দেওয়ার কথা ঘোষণা করেছে চিন।

Earthquake in Tibet: তীব্র ভূমিকম্পে ছারখার তিব্বত, মৃত বেড়ে ১২৬
ভূমিকম্পে বিপর্যস্ত তিব্বত

Follow Us

বেজিং: তীব্র ভূমিকম্পে বিপর্যস্ত তিব্বত। ভেঙে পড়েছে বহু বাড়িঘর। মৃতের সংখ্যাও বেড়ে চলেছে। এখনও পর্যন্ত ১২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ভূমিকম্পে বাড়িঘর ভেঙে প্রায় ২০০ জন জখম হয়েছেন।

মঙ্গলবার সাতসকালে কেঁপে ওঠে তিব্বত। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল তিব্বতের তিংরি। আমেরিকা জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৭.১। তবে চিন জানিয়েছে, সেখানে ভূমিকম্পের তীব্রতা ৬.৮ রেকর্ড হয়েছে। ভূকম্পনের উৎসস্থলের গভীরতা ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার ছিল। ফলে কম্পনের প্রভাব পড়েছে অনেক বেশি। বহু বাড়িঘর ভেঙে পড়ে। হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ধ্বংসস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন বলে আশঙ্কা। উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। ৩০০০ উদ্ধারকারী উদ্ধারকাজে নেমেছেন। বিপর্যয় মোকাবিলায় ১৩.৬ মিলিয়ন ডলার দেওয়ার কথা ঘোষণা করেছে চিন।

এই খবরটিও পড়ুন

এদিন, নেপালের বিভিন্ন জায়গায় ভূকম্পন অনুভূত হয়েছে। তবে সেখানকার ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

তিব্বত ভূমিকম্প প্রবণ এলাকা। গত বছর রিখটার স্কেলে কমপক্ষে ৩.০ কম্পনের ভূমিকম্প ১০০ বারের বেশি হয়েছে। তবে রিখটার স্কেলে ৭-র বেশি কম্পন মাত্রা ভূমিকম্প খুব একটা বেশি দেখা যায় না। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, একবিংশ শতাব্দীতে মাত্র ৯ বার ৭-র বেশি মাত্রার ভূমিকম্প হয়েছে।

 

Next Article