AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aquarium Burst: যেন সুনামি!ভেঙে পড়ল বিশালাকার অ্যাকোয়ারিয়াম, ১০ লক্ষ লিটার জলে ভাসছে হোটেল, রাস্তা, মাছ…

| Edited By: | Updated on: Dec 18, 2022 | 7:10 AM
Share
বিশালাকার অ্যাকোয়ারিয়াম ভেঙে জলে ভাসল হোটেল। মনে হচ্ছে যেন সুনামি। ওই অ্যাকোয়ারিয়ামে ছিল ১০ লক্ষ লিটারের বেশি জল। ওই বিশালাকার ফিশ ট্যাঙ্ক বা অ্যাকোয়ারিয়ামটি ভেঙে পড়ায় শুধু হোটেলই জল থই থই নয়। ভেসে গিয়েছে সেখানকার আসবাবপত্র, ভাসছে সংলগ্ন রাস্তাঘাট। ১৬ ফুটের ওই অ্যাকোয়ারিয়াম ভেঙে পড়ার মুহূর্তের কথা মনে করে রীতিমতো আতঙ্কিত উপস্থিত সকলে। ছবি সংগৃহীত

বিশালাকার অ্যাকোয়ারিয়াম ভেঙে জলে ভাসল হোটেল। মনে হচ্ছে যেন সুনামি। ওই অ্যাকোয়ারিয়ামে ছিল ১০ লক্ষ লিটারের বেশি জল। ওই বিশালাকার ফিশ ট্যাঙ্ক বা অ্যাকোয়ারিয়ামটি ভেঙে পড়ায় শুধু হোটেলই জল থই থই নয়। ভেসে গিয়েছে সেখানকার আসবাবপত্র, ভাসছে সংলগ্ন রাস্তাঘাট। ১৬ ফুটের ওই অ্যাকোয়ারিয়াম ভেঙে পড়ার মুহূর্তের কথা মনে করে রীতিমতো আতঙ্কিত উপস্থিত সকলে। ছবি সংগৃহীত

1 / 6
শুক্রবার জার্মানির বার্লিনের রেডিসন ব্লু হোটেলে এই ঘটনা ঘটে। হোটেলের ভিতর রাখা এই অ্যাকোয়ারিয়ামটি বিখ্যাত সে দেশের মানুষের কাছে। বহু মানুষই ওই হোটেলে আসেন অ্যাকোয়ারিয়ামটির টানেই। বিশ্বের বৃহত্তম ‘সিলিন্ড্রিক্যাল অ্যাকোয়ারিয়াম’ এটি। কম করে ১০০ প্রজাতির মাছ ছিল তাতে। ১৫০০টির বেশি মাছ মারা যায়। ছবি সংগৃহীত

শুক্রবার জার্মানির বার্লিনের রেডিসন ব্লু হোটেলে এই ঘটনা ঘটে। হোটেলের ভিতর রাখা এই অ্যাকোয়ারিয়ামটি বিখ্যাত সে দেশের মানুষের কাছে। বহু মানুষই ওই হোটেলে আসেন অ্যাকোয়ারিয়ামটির টানেই। বিশ্বের বৃহত্তম ‘সিলিন্ড্রিক্যাল অ্যাকোয়ারিয়াম’ এটি। কম করে ১০০ প্রজাতির মাছ ছিল তাতে। ১৫০০টির বেশি মাছ মারা যায়। ছবি সংগৃহীত

2 / 6
এদিন অ্যাকোয়ারিয়াম ভেঙে পড়ার পর সেই মাছ ছড়িয়ে ছিটিয়ে যায় হোটেলচত্বরে। কয়েকটি আবার লবিতে উপস্থিত কয়েকজন গায়েও গিয়ে পড়ে। এদিকে এই ঘটনার পর ভয়ে ছোটাছুটি করতে শুরু করেন সেখানকার অতিথিরা। এরফলে কয়েকজন মাটিতে পড়ে যান। তাতে আঘাতও পান। ছবি সংগৃহীত

এদিন অ্যাকোয়ারিয়াম ভেঙে পড়ার পর সেই মাছ ছড়িয়ে ছিটিয়ে যায় হোটেলচত্বরে। কয়েকটি আবার লবিতে উপস্থিত কয়েকজন গায়েও গিয়ে পড়ে। এদিকে এই ঘটনার পর ভয়ে ছোটাছুটি করতে শুরু করেন সেখানকার অতিথিরা। এরফলে কয়েকজন মাটিতে পড়ে যান। তাতে আঘাতও পান। ছবি সংগৃহীত

3 / 6
প্রত্যক্ষদর্শীদের কথায়, বিকট শব্দে কেঁপে ওঠে হোটেল। জলের তোড় ধেয়ে আসতে থাকতে লবির দিকে। এদিকে যাত্রীরা ভেবেছিলেন, কোনও বড়সড় বিস্ফোরণ হয়েছে। কারও কারও কথায়, মনে হচ্ছিল যেন কোনও বিমান ভেঙে পড়ে হোটেলের ভিতর। ছবি সংগৃহীত

প্রত্যক্ষদর্শীদের কথায়, বিকট শব্দে কেঁপে ওঠে হোটেল। জলের তোড় ধেয়ে আসতে থাকতে লবির দিকে। এদিকে যাত্রীরা ভেবেছিলেন, কোনও বড়সড় বিস্ফোরণ হয়েছে। কারও কারও কথায়, মনে হচ্ছিল যেন কোনও বিমান ভেঙে পড়ে হোটেলের ভিতর। ছবি সংগৃহীত

4 / 6
বার্লিনে প্রথমবার এসেছিলেন ২৮ বছর বয়সী অ্যালেক্সেই গ্যারানজা। জার্মান পুলিশকে তিনি জানান, তিনি ভাবতেই পারেননি এমন ঘটনাও ঘটতে পারে। রেডিসনের কালেকশন তাঁর খুব প্রিয়। শুধুমাত্র সে কারণেই এই হোটেলটি বেছে নিয়েছিলেন তিনি। একইসঙ্গে লোভ ছিল, ফিশ ট্যাঙ্কটির প্রতিও।  ছবি সংগৃহীত

বার্লিনে প্রথমবার এসেছিলেন ২৮ বছর বয়সী অ্যালেক্সেই গ্যারানজা। জার্মান পুলিশকে তিনি জানান, তিনি ভাবতেই পারেননি এমন ঘটনাও ঘটতে পারে। রেডিসনের কালেকশন তাঁর খুব প্রিয়। শুধুমাত্র সে কারণেই এই হোটেলটি বেছে নিয়েছিলেন তিনি। একইসঙ্গে লোভ ছিল, ফিশ ট্যাঙ্কটির প্রতিও। ছবি সংগৃহীত

5 / 6
অ্যালেক্সেইয়ের কথায়, ঘটনার সময় নিজের রুমে ছিলেন তিনি। মনে হল ঘরটি কেঁপে উঠল। ছুটে বাইরে বেরিয়ে আসেন। চারিদিকে তখন কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে। মনে হচ্ছিল কোনও বিপর্যয় ঘটে গিয়েছে। হোটেলে প্রায় ৩৫০ অতিথি ছিলেন। সকলকেই নিরাপদে বের করে আনে পুলিশ প্রশাসন। কিন্তু কীভাবে ঘটল এমন ঘটনা, তার জবাব এখনও মেলেনি।  ছবি সংগৃহীত

অ্যালেক্সেইয়ের কথায়, ঘটনার সময় নিজের রুমে ছিলেন তিনি। মনে হল ঘরটি কেঁপে উঠল। ছুটে বাইরে বেরিয়ে আসেন। চারিদিকে তখন কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে। মনে হচ্ছিল কোনও বিপর্যয় ঘটে গিয়েছে। হোটেলে প্রায় ৩৫০ অতিথি ছিলেন। সকলকেই নিরাপদে বের করে আনে পুলিশ প্রশাসন। কিন্তু কীভাবে ঘটল এমন ঘটনা, তার জবাব এখনও মেলেনি। ছবি সংগৃহীত

6 / 6