Bangladesh: ঢাকায় ভারতীয় হাইকমিশনে ITEC-র প্রাক্তনীদের মিলনমেলা, মঞ্চ মাতালেন বাংলাদেশি শিল্পীরা
High Commission of India in Dhaka: এই গেট টুগেদারে আইটিইসি-র প্রাক্তনীরা তাঁদের ভারতে প্রশিক্ষণের অভিজ্ঞতা তুলে ধরেন। বাংলাদেশের বিভিন্ন সংস্থার বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। গতকাল ভারতীয় হাইকমিশনে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। যেখানে দুই দেশের সাংস্কৃতিক মেলবন্ধনের ছবি তুলে ধরেন বাংলাদেশি শিল্পীরা।

ঢাকা: ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক দৃঢ় সম্পর্কের এক অনন্য ছবি সোমবার দেখা গেল ঢাকায় ভারতীয় হাইকমিশনে। ভারতীয় হাইকমিশন ও আইটিইসি অ্যালামনি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (IAAB) উদ্যোগে পালিত হল ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (ITEC) দিবস। বাংলাদেশের প্রায় ১৫০ জন আইটিইসি প্রাক্তনী ভারতীয় হাইকমিশনে উপস্থিত হলেন। আর এই ‘মিলনমেলা’-য় মঞ্চ মাতালেন বাংলাদেশি সঙ্গীতশিল্পীরা।
এই গেট টুগেদারে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা দুই দেশের সহযোগিতার কথা তুলে ধরেন। বাংলাদেশ থেকে এখনও পর্যন্ত ৫ হাজার জনের বেশি পেশাদার ভারতে আইটিইসি-র প্রশিক্ষণ নিয়েছেন বলে জানালেন। দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতার ক্ষেত্রে সেতুবন্ধনের কাজ করার জন্য বাংলাদেশের আইটিইসি প্রাক্তনীদের ধন্যবাদ জানালেন হাইকমিশনার প্রণয় ভার্মা। বাংলাদেশের আইটিইসি-র প্রাক্তনীদের এক ছাতার তলায় আনার জন্য আইএএবি-র প্রশংসা করেন তিনি।
গতকাল এই গেট টুগেদারে আইটিইসি-র প্রাক্তনীরা তাঁদের ভারতে প্রশিক্ষণের অভিজ্ঞতা তুলে ধরেন। বাংলাদেশের বিভিন্ন সংস্থার বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। গতকাল ভারতীয় হাইকমিশনে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। যেখানে দুই দেশের সাংস্কৃতিক মেলবন্ধনের ছবি তুলে ধরেন বাংলাদেশি শিল্পীরা।
আইটিইসি প্রোগ্রাম কী?
আইটিইসি ভারতের বিদেশ মন্ত্রকের একটি কর্মসূচি। ১৯৬৪ সালে এই কর্মসূচি শুরু হয়। যেখানে ভারতের উন্নয়ন ও প্রযুক্তির অগ্রগতির সুবিধা নিতে পারে বিশ্বের বিভিন্ন দেশ। বিশ্বের ১৬০টির বেশি দেশের পেশাদাররা ভারতে এসে প্রশিক্ষণের সুযোগ পান। প্রতি বছর ১২ হাজারের বেশি পেশাদারকে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে তিনশোর বেশি ট্রেনিং কোর্সে প্রশিক্ষণ দেওয়া হয়। কৃষি, অ্যাকাউন্টস, গ্রামীণ উন্নয়ন, জনস্বাস্থ্য, বিচারব্যবস্থা, আইটি, ডেটা অ্যানালিটিকস, সংসদ বিষয়ক, পুনর্নবীকরণযোগ্য শক্তি, মাঝারি ও ক্ষুদ্র শিল্প-সহ বিভিন্ন ক্ষেত্রে সঙ্গী দেশগুলির পেশাদারদের ভারতে প্রশিক্ষণ দেওয়া হয়।
