In Depth on H-1B Visa: ভারতীয়রা আর যেতে পারবেন না আমেরিকায়? H-1B Visa নিয়ম কড়া করে নিজের পায়েই কুড়ুল মারলেন নাতো ট্রাম্প?
H-1B Visa Rules: ১৯ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে এইচ-১বি ভিসা অ্যাপ্লিকেশন যারা করবেন, তাদের ১ লক্ষ মার্কিন ডলার ফি দিতে হবে। স্বাক্ষর করেন ‘রেস্ট্রিকশন অন এন্ট্রি অব সার্টেন নন-ইমিগ্রান্ট ওয়ার্কার’ প্রস্তাবনায়। হোয়াইট হাউস থেকে দাঁড়িয়ে তিনি বলেন যে এটা আমেরিকান কর্মীদের জন্য এটা ভাতা বা ইনসেনটিভ। ট্রাম্পের দাবি, এই নিয়মে শুধুমাত্র দক্ষ কর্মীদেরই আমেরিকায় আনা হবে।

দ্য আমেরিকান ড্রিম। এই স্বপ্ন দেখে হাজার হাজার চোখ। কারোর সেই স্বপ্ন পূরণ হয়, কারোর স্বপ্ন থেকে যায় অধরা। আমেরিকায় গিয়ে চাকরি করা, সেখানেই জীবন কাটানোর স্বপ্ন অনেকের। আর এই স্বপ্নের ডানা হল এইচ-১বি ভিসা (H-1B Visa)। তবে সেই ডানা এবার ছাঁটতে চলেছে মার্কিন সরকার। অবৈধ বসবাসকারী রুখতে বড় পদক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এইচ-১বি ভিসা নিয়ে বিরাট সিদ্ধান্ত। আমেরিকান ড্রিম পূরণ করতে এবার গুনতে হবে ১ লক্ষ মার্কিন ডলার! ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ৮৫ থেকে ৯০ লক্ষ! আমেরিকায় কি প্রবেশ বন্ধ হয়ে যাবে ট্রাম্পের নতুন নিয়মে? এই প্রশ্নই উঠছে এখন। H-1B ভিসা কী? আমেরিকায় কর্মজীবনের টিকিট হল এইচ-১বি (H-1B) ভিসা। এটি একটি অস্থায়ী...
