Joe Biden on Ukraine : পুতিনকে চাপে রাখতে যুদ্ধের আবহে এ বার ইউক্রেন যাচ্ছেন বাইডেন? হোয়াইট হাউসের বার্তায় জল্পনা
Joe Biden on Ukraine : হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি জানিয়েছেন যে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন সফরে যেতে পছন্দ করবেন। কিন্তু এই মুহূর্তে সেরকম কোনও পরিকল্পনা নেই বলেও জানান তিনি।
ওয়াশিংটন : দুই মাস পেরিয়ে গিয়েছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। রাশিয়ার বিরুদ্ধে প্রথম থেকেই সরব হয়েছে আমেরিকা-সহ বিভিন্ন পশ্চিমী দেশ। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ঘোষণা অনেক আগে থেকেই রুশ প্রেসিডেন্টকে পিছু হটার হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পিছন থেকে সমর্থন করলেও যুদ্ধের আবহে সশরীরে ইউক্রেনের মাটিতে পা রাখেননি বাইডেন। এই পরিস্থিতিতে তাঁর ইউক্রেন সফর নিয়ে উঠছে জল্পনা। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকির মন্তব্য এই জল্পনা উস্কে দিয়েছে। সোমবার তিনি জানিয়েছেন, ইউক্রেন সফরে যেতে পছন্দ করবেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু এই মুহূর্তে সে রকম কোনও পরিকল্পনা নেই বলেও জানান হোয়াইট হাউস মুখপাত্র। তিনি জানিয়েছেন যে, হোয়াইট হাউস ইউক্রেন পরিস্থিতির দিকে ক্রমাগত নজর রেখে চলেছে। উল্লেখ্য, ইতিমধ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন. ন্যাটো ভুক্ত চার দেশের প্রেসিডেন্ট সহ একাধিক রাষ্ট্রনেতা যুদ্ধের আবহে ইউক্রেনের মাটি জ়েলেনস্কির সঙ্গে দেখা করেছেন। এই আবহে মার্কিন প্রেসিডেন্টের ইউক্রেনের মাটিতে পা রাখা যুদ্ধের দিক দিয়ে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
সংবাদ সংস্থা রয়টার্সকে জেন সাকি বলেছেন, “আমি জানি ইউক্রেনে যেতে পছন্দ করবেন। কিন্তু এই মুহূর্তে সেরকম কোনও পরিকল্পনা নেই।” এ দিকে দু’দিন আগেই মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের মুখপাত্র ন্যান্সি পেলোসি ও তাঁর সহকর্মী দেখা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে। ইউক্রেনের প্রেসিডেন্টকে ন্যান্সি জানিয়েছেন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইউক্রেনের পাশে থাকবে আমেরিকা।
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতেই মার্কিন স্বরাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিঙ্কন ও মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন গত মাসে কিয়েভে গিয়েছিলেন। সেই সময় ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে তিন ঘণ্টা বৈঠকও করেন। তারপর প্রতিশ্রুতি দেন যে, ইউক্রেনকে আরও কূটনৈতিক ও অস্ত্র সাহায্য় পাঠাবে আমেরিকা। উল্লেখ্য়, প্রথম থেকেই আমেরিকা ইউক্রেনের পাশে ছিল। ইউক্রেনকে বিভিন্ন আর্থিক ও সামরিক সাহায্য পাঠিয়েছে আমেরিকা।উল্লেখ্য, গত ২৬ মার্চ ইউক্রেনের ন্যাটো প্রতিবেশী দেশ পোল্যান্ডে গিয়েছিলেন জো বাইডেন। যুদ্ধের শরণার্থীদের সাহায্যের আশ্বাস দিতেই তাঁর এই সফর ছিল বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এই যুদ্ধের আবহে বাইডেনের ইউক্রেন সফর রাশিয়াকে কড়া বার্তা দিত বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন : PM Modi in Germany : ১০.৫ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর ভারত-জার্মানির, ‘সাফল্যের উদাহরণ’, বললেন মোদী