Durga Puja 2023: পুজোর আনন্দ প্রবাসেও, বাঙালির দুর্গোৎসবে খুশির হাওয়া কানাডার মাটিতেও

Durga Puja 2023: প্রত্যেক বছর এই পুজো কমিটি নিয়ম মেনে যত্ন-সহকারে পুজো করার পাশাপাশি জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। যেখানে দেখা যায় আঞ্চলিক এবং আন্তর্জাতিক মানের বিভিন্ন শিল্পী এবং কলা-কুশলীদের।

Durga Puja 2023: পুজোর আনন্দ প্রবাসেও, বাঙালির দুর্গোৎসবে খুশির হাওয়া কানাডার মাটিতেও
পুজোর আনন্দে মেতে উঠেছেন প্রবাসীরাওImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 21, 2023 | 4:34 PM

ক্যালগেরী: শুধু বাংলা নয়, পুজোর আনন্দে মেতে উঠেছেন প্রবাসী বাঙালিরাও। গোটা বিশ্বজুরে প্রতিবছর আপামর বাঙালী যখন দুর্গোৎসবের জন্য প্রস্তুতি নিতে থাকে, তখন কানাডা দেশের আলবার্টায় অবস্থিত ক্যালগেরী শহরের বাঙালীরাও আনন্দে মাতোয়ারা হয়ে এই পূজোর আয়োজন করে। এখানকার প্রসিদ্ধ বাংলা কমিউনিটি ‘আমরা সবাই’ পরিচালিত শারদোৎসব দেশ থেকে বহুদূরে থাকা প্রবাসী বাঙালিদের বুকে বাড়তি অক্সিজেন হিসেবে আশা এবং উদ্দীপনার সঞ্চার করে। পুজোর প্রস্তুতি থেকে শুরু করে, মায়ের সাজসজ্জা, মায়ের ভোগের আয়োজন এবং পুষ্পাঞ্জলি প্রদান প্রত্যেকটি কাজ অত্যন্ত নিষ্ঠা সহযোগে পালন করে আসছেন ‘আমরা সবাই’ কমিটির পুজো উদ্যোক্তারা। পুরোহিতের সাহচর্যে এবং মন্ত্রোচ্চারণের মাধ্যমে মা দুর্গাকে বরণ করে নেওয়া হয় প্রতি বছর। বাজে ঢাক। সূদূর কানাডায় বসে পুজোর আনন্দে মেতে ওঠেন কচিকাচারা। 

কমিটির ভাইস প্রেসিডেন্ট জয়ন্ত বসু বলছেন, “পুজোর এই কটাদিন শুধু ক্যালগেরীবাসী নয়, কানাডা এবং মার্কিন  যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই কমিটির পুজোর স্বাদ পেতে ছুটে আসেন। দেশ থেকে আনা প্রতিমা, পুজোর সামগ্রী এবং পুজোর বিভিন্ন উপকরণ তৈরিতে এখানের মানুষের সার্বিক উপস্থিতি এক অনন্য মাত্রা যোগ করে।”

প্রত্যেক বছর এই পুজো কমিটি নিয়ম মেনে যত্ন-সহকারে পুজো করার পাশাপাশি জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। যেখানে দেখা যায় আঞ্চলিক এবং আন্তর্জাতিক মানের বিভিন্ন শিল্পী এবং কলা-কুশলীদের। কানাডা সরকার থেকে শুরু করে স্থানীয় প্রশাসন সর্বতভাবে পাশে থেকে এই পুজোকে সাফল্যমণ্ডিত করার প্রচেষ্টাতেও সামিল থাকে। 

আগামী বছর পনেরোতম বর্ষে পদার্পণ করতে চলেছে এই ‘আমরা সবাই’ কমিটির পুজো। তার জন্য এখন থেকে কমিটির উদ্যোক্তারা পরিকল্পনা শুরু করে দিয়েছেন। কমিটির প্রেসিডেন্ট রূপক দত্ত বলছেন, “আশা রাখছি প্রতি বছরের মতো এই বছরেও মায়ের আরাধনায় প্রত্যেকের উপস্থিতি এই পূজোকে আরও সমৃদ্ধ এবং সাফল্যমণ্ডিত করে তুলবে।”