India vs Bangladesh: ফলো অন করাল না ভারত, বাংলাদেশকে রানের পাহাড় টার্গেট দিতে চান রোহিতরা
IND vs BAN, 1st Test: চিপকে প্রথম টেস্টে নাজমুল শান্তদের বিরুদ্ধে বুমরা-আকাশ দীপদের দাপট। ভারতের অনবদ্য বোলিংয়ের সুবাদে দুশোর গণ্ডিও টপকাতে পারল না বাংলাদেশ। ১৪৯ রানেই গুটিয়ে গেল শান্তর দল।
কলকাতা: রোহিত শর্মার টিম ইন্ডিয়ার কাছে সুযোগ ছিল বাংলাদেশকে ফলো অন করানোর। কিন্তু চিপক টেস্টে প্রত্যাশামতো ফলো অনের পথে হাঁটল না টিম ইন্ডিয়া। ভারতের অনবদ্য বোলিংয়ের সুবাদে দুশোর গণ্ডিও টপকাতে পারল না বাংলাদেশ। ১৪৯ রানেই গুটিয়ে গেল শান্তর দল। ভারত-বাংলাদেশের (India vs Bangladesh) প্রথম টেস্টে এ বার রোহিতদের লক্ষ্য সাকিবদের বড় টার্গেট দেওয়া।
ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরা বাংলাদেশের বিরুদ্ধে ৪টি উইকেট নিয়েছেন। মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাডেজা ও আকাশ দীপ নিয়েছেন ২টি করে উইকেট। ১৩ ওভার বল করেছেন, কিন্তু কোনও উইকেট পাননি রবিচন্দ্রন অশ্বিন। ভারতের দাপুটে বোলিংয়ের সামনে বাংলাদেশের কোনও ক্রিকেটার ব্যাটিংয়ে দাগ কাটতে পারেননি। সাকিব কিছুটা চেষ্টা করেছিলেন মাত্র।
নাজমুল হোসেন শান্তর দলের কোনও ক্রিকেটার হাফসেঞ্চুরি করতে পারেননি। টাইগার্সদের হয়ে সর্বাধিক রান করেন সাকিব আল হাসান (৩২)। দ্বিতীয় সর্বাধিক রান মেহেদি হাসান মিরাজ (২৭*)। বাংলাদেশের প্রথম ইনিংসে ষষ্ঠ উইকেটে সাকিব ও লিটন ৫১ রানের পার্টনারশিপ গড়েন। এ ছাড়া কোনও জুটির নজরকাড়া পারফর্ম্যান্স দেখা যায়নি। ক্যাপ্টেন শান্তর অবদান ২০ রান। উইকেটকিপার ব্যাটার লিটন দাসের ব্যাটে এসেছে ২২ রান।
Innings Break!
Four wickets for Bumrah and two apiece for Siraj, Akash Deep and Jadeja as Bangladesh are all out for 149 runs.
Trail by 227 runs.
Scorecard – https://t.co/jV4wK7BgV2… #INDvBAN@IDFCFIRSTBank pic.twitter.com/hT7IKyTlqW
— BCCI (@BCCI) September 20, 2024
২২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করবে টিম ইন্ডিয়া। লক্ষ্য থাকবে নাজমুল শান্তর দলকে ৩০০ থেকে ৩৫০র মতো টার্গেট দেওয়া। চিপকে এমনটা হতেই পারে, দেখা গেল চার দিনেই শেষ হবে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট।