AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh News: কেন ৫ তারিখেই পতন হাসিনার সরকারের? ঠিক কী কী ঘটেছিল ২৪ ঘণ্টা আগে? খোলসা করলেন নাহিদ

Nahid Islam on Yunus Government: বলে রাখা ভাল, হাসিনার সরকারের পতনের দিনটিও ছিল এটি। দেশছাড়া হন বঙ্গবন্ধুর কন্যা তথা বাংলাদেশের পূর্বতন মুখ্যমন্ত্রী। কীভাবে রাতারাতি ছাত্ররা একটা দেশের দখল নিতে পারে, নতুন সরকার তৈরি করতে পারে, তা সেই সময়ই দেখেছিল গোটা বিশ্ব।

Bangladesh News: কেন ৫ তারিখেই পতন হাসিনার সরকারের?  ঠিক কী কী ঘটেছিল ২৪ ঘণ্টা আগে? খোলসা করলেন নাহিদ
বাঁদিকে ইউনূস, ডানদিকে শেখ হাসিনাImage Credit: PTI
| Updated on: Sep 18, 2025 | 10:11 PM
Share

ঢাকা: হাসিনার সরকারের পতনের ২৪ ঘণ্টা আগেই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করে ফেলেছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম মুখ তথা বর্তমানে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নতুন সরকার তৈরি থেকে তাঁর মাথায় কাকে বসানো হবে, সেই সবটাই ছকে ফেলেছিলেন নাহিদ। বৃহস্পতিবার দ্বিতীয় দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শেখ হাসিনা-সহ তিন জনের বিরুদ্ধে চলা মানবতাবিরোধী মামলায় দেওয়া গোপন জবানবন্দিতেই সেই পরিকল্পনার কথা তুলে ধরেছেন নাহিদ।

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো-র একটি প্রতিবেদন অনুযায়ী, নাহিদ বলেছেন, ‘গত বছরের ৪ঠা অগস্ট শাহবাগে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন। তারপর সেদিনই ৬ই অগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি নির্ধারণ। কিন্তু আমরা খবর পাই, সেই কর্মসূচি রুখতে তৎপর হয়েছে প্রশাসন। মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট বন্ধ করে আন্দোলনকারীদের হত্য়া ও গায়েব করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। সেই ভিত্তিতেই ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে নিয়ে আসা হয়। নতুন দিন নির্ধারিত হয় ৫ তারিখ।’

বলে রাখা ভাল, হাসিনার সরকারের পতনের দিনটিও ছিল এটি। দেশছাড়া হন বঙ্গবন্ধুর কন্যা তথা বাংলাদেশের পূর্বতন মুখ্যমন্ত্রী। কীভাবে রাতারাতি ছাত্ররা একটা দেশের দখল নিতে পারে, নতুন সরকার তৈরি করতে পারে, তা সেই সময়ই দেখেছিল গোটা বিশ্ব।

নাহিদের সংযোজন,‘৫ই অগস্টের অভিযানের ২৪ ঘণ্টা আগে নতুন সরকার গঠনের জন্য মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা হয়। ৪ঠা অগস্টই নতুন সরকারের প্রধানের দায়িত্ব পালনের প্রস্তাব দেওয়া হয় তাঁকে।’ হাসিনার মামলার প্রসঙ্গে নাহিদের দেওয়া জবানবন্দি রীতিমতো কাঁপিয়ে দিয়েছে একাংশকে। একটা আন্দোলন, পরে গণঅভ্যুত্থান ও সবশেষে সরকার গঠন। সবটাই যেন ছিল ‘পরিকল্পিত’। অবশ্য, সেই কথা এককালে বলেছিলেন ইউনূসও। ছাত্র আন্দোলনকে ‘সূক্ষ্মভাবে পরিকল্পিত’ একটি কর্মসূচি বলে দাগিয়েছিলেন তিনি।