Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Army Attack: ফাঁড়া কাটছে না, ফের হামলার শিকার পাক ফৌজ! উড়ে গেল কনভয়ের একের পর এক গাড়ি

Pakistan Army Attack: জানা গিয়েছে দুষ্কৃতিরা পাকিস্তান সেনা কনভয়ে বম্ব অ্যাটাক করে। ঘটনায় বহু সেনা আহত হওয়ার সঙ্গে সঙ্গে নিহত হয়েছেন বেশ কয়েকজন সেনাকর্মী।

Pakistan Army Attack: ফাঁড়া কাটছে না, ফের হামলার শিকার পাক ফৌজ! উড়ে গেল কনভয়ের একের পর এক গাড়ি
Image Credit source: Getty Images
Follow Us:
| Updated on: Mar 15, 2025 | 1:36 PM

২৪ ঘন্টায় এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানি সেনার উপর হামলা। বালোচিস্তানের কেচ জেলায় আক্রমণের পড়ে মুখে পাক ফৌজ। জানা গিয়েছে দুষ্কৃতিরা পাকিস্তান সেনা কনভয়ে বম্ব অ্যাটাক করে। ঘটনায় বহু সেনা আহত হওয়ার সঙ্গে সঙ্গে নিহত হয়েছেন বেশ কয়েকজন সেনাকর্মী।

প্রসঙ্গত, গতকাল বালোচে পাক সেনার উপর হামলা চালানো হয়। ২১৪ জন পাকিস্তানি সেনাকে বন্দি বানানো হয়। বালোচিস্তান লিবারেশন আর্মি, এই ঘটনার দায় স্বীকার করে সেনাকর্মীদের পরিবর্তে জেলবন্দিদের মুক্তির দাবি জানিয়েছে। এমনকি পাক সেনাকে ৪৮ ঘন্টার সময়সীমা বেধে দিয়েছে। কিন্তু পাক সেনা এবং শাহবাজ সরকারের থেকে কোনও সদুত্তর না পাওয়ায় ২১৪ জন সেনা কর্মীকে হত্যা করা হয়েছে বলেও দাবি জানায় তাঁরা।

যদিও পাক সেনা এই বিষয়ে গতকাল বিবৃতি জারি করে। তাঁরা জানায় বালোচিস্তানে ট্রেন হামলার ঘটনায় ১৮-২৬ জন বন্দির মৃত্যু হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, সেনা অভিযান শুরুর আগে জঙ্গিরা ২৬ জনকে হত্যা করা হয়েছিল। ১৮ জন নিরাপত্তা কর্মী ছাড়াও আরও তিনজন সরকারি কর্মকর্তা এবং পাঁচজন বেসামরিক ব্যক্তি এতে জড়িত ছিলেন।