Imran Khan: কট অ্যান্ড বোল্ড ইমরান! কাপ্তানের ভাগ্য লিখন আস্থা ভোটেই, জানাল সুপ্রিম কোর্ট

Imran Khan: গত ২৮ মার্চ পাকিস্তান জাতীয় সংসদে দেশের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল।

Imran Khan: কট অ্যান্ড বোল্ড ইমরান! কাপ্তানের ভাগ্য লিখন আস্থা ভোটেই, জানাল সুপ্রিম কোর্ট
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Apr 07, 2022 | 11:32 PM

লাহোর: পাকিস্তানে (Pakistan) বড় ধাক্কা ইমরান খানের (Imran Khan)। ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব ফেরানো যাবে না, জানিয়ে দিল সে দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। অনাস্থা বাতিল অসাংবিধানিক বলে জানাল আদালত। আগামী ৯ এপ্রিল শনিবার অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই নির্দেশই দিয়েছে সে দেশের শীর্ষ আদালত। প্রশ্ন উঠছে এবার কি পাক ‘ক্যাপ্টেনে’র আউট হওয়া সময়ের অপেক্ষা? এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে সে সম্ভাবনাই জোরাল বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও ইমরান বারবারই বলেছেন, শেষ বল অবধি তিনি লড়বেন। ওয়াকিবহাল মহল বলছে, শনিবারই হয়ত শেষ বল ধেয়ে আসবে তাঁর দিকে। প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়ালের নেতৃত্বে পাঁচ বিচারপতি ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছিল গত রবিবার থেকে।

গত ২৮ মার্চ পাকিস্তান জাতীয় সংসদে দেশের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। ইমরানকে ময়দান থেকে সরাতেই তেড়েফুঁড়ে ওঠে বিরোধীরা। পাকিস্তানের জাতীয় সংসদে ৩ এপ্রিল আস্থা ভোটও ছিল। কিন্তু এরইমধ্যে ইমরান সেই ম্যাচ ‘গড়াপেটা’র চেষ্টা করেন। সংসদের ডেপুটি স্পিকার তাঁর আবেদন মেনে আস্থা ভোট খারিজ করে দেন।

কিন্তু ইমরান খানের এই চেষ্টা পাকিস্তানের লিখিত সংবিধানের বিরুদ্ধে বলেই সরব হয় বিরোধীরা। কারণ, অনাস্থা প্রস্তাব আনার পর ইমরান খান পাকিস্তানের সংসদের অবস্থা বদলানোর চেষ্টা করেছিলেন। সে দেশের জাতীয় সংসদকে ভেঙে দেন। নিজেকে সরিয়ে নেন এবং ৯০ দিনের মধ্যে নির্বাচনের ঘোষণা করেন। তিনি ধরেই নিয়েছিলেন, এই সময়ের মধ্যে সেনাকে সামনে রেখে ভোট করিয়ে ফের তখতে বসবেন। কিন্তু আপাতত সে আস্থা ভোটের মুখে পড়তেই হবে তাঁকে, বৃহস্পতিবার তা স্পষ্ট করে দিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট।

৩৪২টি আসন রয়েছে পাকিস্তানের সংসদে। সেখানে এমনিতেই সংখ্যার বিচারে পিছিয়ে রয়েছেন পাক প্রধানমন্ত্রী। ২০১৮ সালের নির্বাচনে এককভাবে ১৫৫ টি আসনে জিতলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৭২ জন সদস্য ইমরান খানের দলের ছিল না। সেই সময় এমকিউএম, বিএপির মতো দলগুলির সরকার গঠন করতে ইমরানকে সমর্থন করে। সরকার বাঁচাতে ইমরানের ১৭২ জনের সমর্থন প্রয়োজন, কিন্তু তাঁর হাতে এখন ১৫৫ জন সংসদ সদস্য রয়েছে। সেখানে বিরোধীদের হাতে ১৬৩ জন সাংসদের সমর্থন রয়েছে এবং ইমরানের জোটসঙ্গী এমকিউএমের ৭ সংসদ সদস্যও অনাস্থা ভোটে বিরোধীদের আনা প্রস্তাবকেই সমর্থন করবেন বলেই জানিয়েছেন।

আরও পড়ুন: Nadia PHD Student’s Mysterious Death: উচ্চশিক্ষায় লুকিয়ে ‘মানবিকতার অভাব’, গবেষকের মর্মান্তিক পরিণতি সেদিকেই আঙুল তুলছে?

আরও পড়ুন: Raiganj Coronation High School: রায়গঞ্জ করোনেশন স্কুলের প্রধান শিক্ষককে বরখাস্ত করল হাইকোর্ট

আরও পড়ুন: Anubrata Mondal In SSKM: হালকা টোস্ট, এক বাটি ভাত, এক পিস বড় মাছ… উডবার্নে বসে দিনভর আর কী খেলেন ‘কেষ্ট’, দেখুন ভিডিয়ো