AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Russia-Ukraine Conflict: ইউক্রেনে যুদ্ধ, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদ থেকে সাসপেন্ড রাশিয়া

Russia-Ukraine Conflict: সংবাদসংস্থা এএফপির খবর অনুযায়ী, মানবাধিকার পরিষদ থেকে রাশিয়াকে সাসপেন্ড করা হয়েছে।

Russia-Ukraine Conflict: ইউক্রেনে যুদ্ধ, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদ থেকে সাসপেন্ড রাশিয়া
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ফাইল ছবি)Image Credit: Twitter
| Edited By: | Updated on: Apr 07, 2022 | 10:04 PM
Share

নয়া দিল্লি: রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদ থেকে সাসপেন্ড রাশিয়া। সাসপেনশনের পক্ষে ভোট ৯৩টি দেশের। ভোটদান থেকে বিরত থেকেছে ৫৮টি দেশ। তালিকায় রয়েছে ভারতও। রাশিয়ার পক্ষে ভোট দিয়েছে চিন-সহ মোট ২৪টি দেশ। রাশিয়াকে সাসপেন্ড করল ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি। সংবাদসংস্থা এএফপির খবর অনুযায়ী, মানবাধিকার পরিষদ থেকে রাশিয়াকে সাসপেন্ড করা হয়েছে। ইউক্রেনের বুচায় নৃশংস হত্যালীলায় রাশিয়ার ভূমিকায় অসন্তুষ্ট ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি। এরপরই এই সিদ্ধান্ত বলে সূত্রের খবর। এই মুহূর্তে ইউক্রেনের বুচা শহর মৃত্যুপুরী। রাশিয়ার দখলের পর এই শহরে গণকবর পাওয়া গিয়েছে বলেও খবর উঠে আসে। ইউক্রেনবাসীকে মেরে এই কবর দেওয়া হয় বলেই অভিযোগ।

শুধু বুচা নয়, কিভের একাধিক শহরেই নৃশংসতার ভয়াবহ ছবি উঠে এসেছে। ইউক্রেনের দাবি, রাশিয়ার সেনাই এই হিংসা চালিয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে মস্কো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্রাদিমির পুতিন সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। বরং রাশিয়ার দাবি, ইউক্রেনের হিংসার উস্কানি দেওয়ার কারণেই এই ধরনের ঘটনা ঘটছে। জানা গিয়েছে, ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলির এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছে ৯৩টি দেশ। ২৪টি ভোট পড়েছে বিরোধিতায়।

রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদ থেকে রাশিয়াকে সাসপেন্ড করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, রাশিয়া এই ইউএন এইচআরসির স্থায়ী সদস্য। তাকে সাসপেন্ড করা হয়েছে এবং তাও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের আবহে। সূত্রের খবর, শুধু ভারতই নয়, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, আফগানিস্তান কেউই এই ভোটদানে অংশ নেয়নি। নিরপেক্ষতার পক্ষে থেকেছে দেশগুলি।

আরও পড়ুন: Anubrata Mondal In SSKM: হালকা টোস্ট, এক বাটি ভাত, এক পিস বড় মাছ… উডবার্নে বসে দিনভর আর কী খেলেন ‘কেষ্ট’, দেখুন ভিডিয়ো়

আরও পড়ুন: Nadia PHD Student’s Mysterious Death: উচ্চশিক্ষায় লুকিয়ে ‘মানবিকতার অভাব’, গবেষকের মর্মান্তিক পরিণতি সেদিকেই আঙুল তুলছে?