Bangladeshi: রাতের পার্কস্ট্রিটে যড়যন্ত্র? খাস কলকাতায় ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী, বাজেয়াপ্ত আধার কার্ড-ভোটার কার্ড
Bangladeshi: বৃহস্পতিবার রাতে মার্কুইস্ট্রিট এলাকা থেকে তাঁকে ধরে পুলিশ। অভিযোগ, ২৬ ডিসেম্বর জাল নথি নিয়ে ভারতে প্রবেশ করে আবিদুর। যদিও আগেই তার এখানে পা পড়েছিল। ২০২৩ সাল থেকে খিদিরপুরে থাকছিলেন তিনি।
কলকাতা: একদিকে জাল পার্সপোর্ট নিয়ে টানাপোড়েন, অন্যদিকে অনুপ্রবেশের আশঙ্কায় সীমান্তে কড়া নজরদারি বিএসএফের। যদিও তারপরেও একাধিক জেলায় প্রায়শই বাংলাদেশ সীমান্তে ধরা পড়ছে একাধিক অনুপ্রবেশকারী। এমনকী বহু পাচারকারীকেও ধরেছে বিএসএফ। এরইমধ্যে এবার একেবারে খাস কলকাতা থেকে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। মহম্মদ আবিদুর রহমান নামে ওই ব্যক্তিকে পার্কস্ট্রিট থেকে ধরেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে মার্কুইস্ট্রিট এলাকা থেকে তাঁকে ধরে পুলিশ। অভিযোগ, ২৬ ডিসেম্বর জাল নথি নিয়ে ভারতে প্রবেশ করে আবিদুর। যদিও আগেই তার এখানে পা পড়েছিল। ২০২৩ সাল থেকে খিদিরপুরে থাকছিলেন তিনি। ধৃতের কাছ থেকে আধার কার্ড, ভোটার কার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ।
এই খবরটিও পড়ুন
পুলিশ সূত্রের খবর, ১২ বছর ধরেই ভারতে এই সব পরিচয়পত্র নিয়ে যাতায়াত করতো ওই বাংলাদেশি। কিন্তু, নথির বৈধতা নিয়ে উঠেছে প্রশ্ন। এখানে কী কোনও ষড়যন্ত্রে লিপ্ত ছিল সে? নাকি অন্য কোনও উদ্দেশ্য? ভাবাচ্ছে তদন্তকারীদের। অন্যদিকে অনুপ্রবেশকারী ধরতে নদিয়ায় জোরদার অ্যাকশনে পুলিশ। বৃহস্পতিবারের পর শুক্রবারও জালে ৬। তিনজন অনুপ্রবেশকারী ও তিনজন দালালকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে হাঁসখালি ও গাংনাপুর থানার পুলিশ যৌথ অভিযান চালায়। তাতেই মেলে সাফল্য। ধৃতদের মধ্যে এক মহিলাও রয়েছেন বলে জানা যাচ্ছে।