Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কাবুল থেকে ‘হাইজ্যাক’ বিমান, উড়িয়ে নিয়ে যাওয়া হল ইরানের দিকে

কিছু অজ্ঞাতপরিচয় লোক বিমানটি ঘুরিয়ে ইরানের দিকে নিয়ে গিয়েছে বলে সূত্রের খবর। তবে বিমান হাইজ্যাক হয়ে যাওয়ার খবর অস্বীকার করেছে ইরান।

কাবুল থেকে 'হাইজ্যাক' বিমান, উড়িয়ে নিয়ে যাওয়া হল ইরানের দিকে
প্রতীকি ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 24, 2021 | 4:09 PM

কিয়েভ: আফগানিস্তানে (Afghanistan) গিয়েও উদ্ধারকার্য চালাতে পারল না বিমান। তার আগেই বিমানটি হাইজ্যাক (Hijack) করে উড়িয়ে নিয়ে যাওয়া হল। মঙ্গলবার এমনটাই জানানো হয়েছে ইউক্রেনের (Ukrain) বিদেশ মন্ত্রকের তরফে। ইউক্রেনের দাবি, বিমানটি ঘুরিয়ে ইরানের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এই বিমানটি কাবুলে ইউক্রেনের বাসিন্দাদের এয়ারলিফট করে নিয়ে যেতে এসেছিল। কিন্ত তার আগেই ঘটে যায় এই ঘটনা। গত রবিবারও এমন একটি ঘটনা ঘটেছিল বলে অভিযোগ জানিয়েছে ইউক্রেন। বারবার চেষ্টা করে উদ্ধারকাজে সফল হচ্ছে না ইউক্রেন।

ইউক্রেনের ডেপুটি বিদেশমন্ত্রী ইয়েভগেনি ইয়েনিন জানিয়েছেন, ‘গত রবিবার আমাদের একটি উদ্ধারকারী বিমান হাইজ্যাক করা হয়। আর মঙ্গলবার তো কার্যত ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে বিমান। কিছু লোক বিমানটি উদ্ধার করার বদলে ইরানের দিকে উড়িয়ে নিয়ে গিয়েছে। আরও তিনবারের চেষ্টাতেও আমরা উদ্ধারকাজে ব্যর্থ হয়েছিল, কারণ আমাদের দেশে নাগরিকেরা বিমানবন্দরে পৌঁছতে পারেনি।

রবিবার আফগানিস্তান থেকে কিয়েভে পৌঁছয় সে দেশের সামরিক বাহিনীর একটি বিমান। সেই বিমানে ছিলেন ইউক্রেনের ৩১ জন নাগরিক সহ মোট ৮৩ জন। ইউক্রেনের প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয়েছে যে, সেনাবাহিনীর ১২ জন আধিকারিক দেশে ফিরেছেন। বিদেশের যে সমস্ত সাংবাদিক এবং অন্যান্য ব্যক্তিরা উদ্ধারের জন্য আবেদন জানিয়েছিলেন, তাঁদেরও ফিরিয়ে নিয়ে আসা হয়েছে।

ইউক্রেনের মন্ত্রীর দাবি যারা বিমানটি অন্যদিকে উড়িয়ে নিয়ে গিয়েছে তাদের হাতে ছিল অস্ত্র। তবে এই ঘটনায় ইউক্রেন কী ব্যবস্থা নিচ্ছে, কী ভাবে ইউক্রেনের বাসিন্দাদের ফিরিয়ে আনা হবে, তা জানানো হয়নি। তবে ইরান এই ঘটনার দায় অস্বীকার করেছে। ইরানের অসমারিক বিমান পরিবহ বিভাগের মুখপাত্র মহম্মদ হাসান জীবাক্ষ বলেন, ‘গতকাল রাত ১০ টার সময় এই ঘটনা ঘটেছে। এটি জ্বালানির ভরার জন্য মাশাদে অবতরণ করেছিল, পরে আবার উড়ে যায়। ইউক্রেনের এই দাবি আমরা অস্বীকার করছি।’

এখনও পর্যন্ত মার্কিন সেনার হাতেই আছে কাবুল বিমানবন্দর। হাজার হাজার আফগান ও বিদেশি নাগরিক বিমানবন্দরের দিকে যাচ্ছেন। সেখান থেকেই উদ্ধারকাজ চালাচ্ছে অন্যান্য দেশ। এখনও বহু মার্কিন নাগরিকও আটকে রয়েছেন আফগানিস্তানে। তাঁদের উদ্ধার না করা পর্যন্ত আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরানো হবে না বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।তবে ৩১ অগস্টের মধ্যে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার কথা থাকলেও সেই ডেডলাইন বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। সোমবার বাইডেন প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে ২৪ ঘণ্টার মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বাইডেন। এরই মধ্যে আবার আমেরিকাকে এই ডেডলাইন দিয়ে হুঁশিয়ারি দিয়েছে তালিবান (Taliban)। তাদের দাবি ডেডলাইনের পর থাকলে পরিণতি খারাপ হতে পারে। আরও পড়ুন: কোনও আফগান দেশ ছাড়তে চাইলে বাধা দেওয়ার প্রশ্নই নেই, উদরতা প্রমাণে মরিয়া তালিবান