AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi in Abu Dhabi: ‘মনে হয় যেন আমারই বাড়ি…’, বৃষ্টি মাথায় আবু ধাবিতে নেমে উচ্ছ্বসিত মোদী

PM Modi reaches to Abu Dhabi: প্রধানমন্ত্রী মোদী এবং সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে দেখা যায় পরস্পরকে আলিঙ্গন করতে। এরপর, দুই রাষ্ট্রনেতা দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে কীভাবে আরও বাড়ানো যায়, সেই বিষয়ে এক বৈঠক করেন।

PM Modi in Abu Dhabi: 'মনে হয় যেন আমারই বাড়ি...', বৃষ্টি মাথায় আবু ধাবিতে নেমে উচ্ছ্বসিত মোদী
পৌঁছতেই প্রধানমন্ত্রী মোদীকে জড়িয়ে ধরলেন সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্টImage Credit: PTI
| Updated on: Feb 13, 2024 | 6:19 PM
Share

আবু ধাবি: দুদিনের সফরে সংযুক্ত আরব আমিরশাহি পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে তাঁর সপ্তম সফরে এই দেশে পা রাখলেন তিনি। আর গত আটমাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার এলেন এই দেশে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) তিনি আবু ধাবি পৌঁছতেই তাঁকে ‘গার্ড অব অনার’ দেয় সেই দেশের সেনা সদস্যরা। ভারতীয় ভাষায় গান গেয়ে তাঁকে সেই দেশে স্বাগত জানান ভারতীয় সঙ্গীতশিল্পীরাও। প্রধানমন্ত্রী মোদী এবং সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে দেখা যায় পরস্পরকে আলিঙ্গন করতে। এরপর, দুই রাষ্ট্রনেতা দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে কীভাবে আরও বাড়ানো যায়, সেই বিষয়ে এক বৈঠক করেন।

বৈঠকে, সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্টকে প্রদানমন্ত্রী মোদী বলেন, এই দেশে আসলেই তাঁর মনে হয়, যেন বাড়িতে ফিরলেন। এর আগে ভারত সফরে গিয়েছিলেন শেখ জায়েদ। এর জন্য তাঁকে ধন্যবাদ জানান মোদী। শেখ জায়েদের সফরে ‘ভাইব্র্যান্ট গুজরাট’ প্রকল্প এক নতুন উচ্চতা পেয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। দুই রাষ্ট্রের মধ্যে এদিন বেশ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তিও স্বাক্ষর হয়। এই বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা আজ যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করলাম, তা সমস্ত জি২০ দেশের জন্য বড় খবর। এটা দুই দেশের অর্থনীতিকেই শক্তিশালী করবে।” এই বৈঠকের পর ‘আহলান মোদী’ নামে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের।

আরবি ভাষায় ‘আহলান মোদী’ কথার অর্থ হ্যালো মোদী। আবুধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে প্রবাসী ভারতীয়দের এই অনুষ্ঠান হচ্ছে। প্রাথমিকভাবে ৬০ হাজার লোক এই অনুষ্ঠানে যোগ দিতে চেয়েছলেন। কিন্তু, আরব আমিরশাহি জুড়ে গত রাত থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে রয়েছে তীব্র বজ্রপাত। যার জেরে বহু জায়গায় জল জমে গিয়েছে, দেখা দিয়েছে ব্যাপক যানজট। এই কারণে এই অনুষ্ঠানে কিছু কাটছাঁট করতে বাধ্য হয়েছেন আয়োজকরা। পরিবর্তিত পরিস্থিতিতে ৩৫ থেকে ৪০ হাজার প্রবাসী ভারতীয় এই অনুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। তাদের শেখ জায়েদ স্টেডিয়ামে আনার জন্য ৫০০টি বিশেষ বাস চালানোর ব্যবস্থা করা হয়েছে। রয়েছে ১০০০ স্বেচ্ছাসেবক। ২০১৯-এ আমেরিকায় হিউস্টন যে ‘হাউডি, মোদী’ অনুষ্ঠান হয়েছিল, সেই রকমই হতে চলেছে ‘আহলান মোদী’ অনুষ্ঠান।