AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Explained: পুতিনের পরেই সর্বোচ্চ রুশ রাষ্ট্রনায়ক, আনুগত্যের পুরস্কার পেলেন মেদভেদেভ?

পুতিনের ছায়াসঙ্গী থেকে একদা প্রেসিডেন্ট, পরে প্রধানমন্ত্রী, শেষে সেই পদ-ও হারান। এমনই এক ব্যক্তিত্বকে সর্বোচ্চ সম্মান 'অর্ডার ফর মেরিট টু দ্য ফারদারল্যান্ড'? কেন? কোন আনুগত্যের পুরস্কার পেলেন মেদভেদেভ? পড়ুন তাঁকে নিয়ে এক অজানা কাহিনী।

Explained: পুতিনের পরেই সর্বোচ্চ রুশ রাষ্ট্রনায়ক, আনুগত্যের পুরস্কার পেলেন মেদভেদেভ?
| Edited By: | Updated on: Sep 24, 2025 | 5:46 PM
Share

কত নামেই না তাঁকে ডাকেন রাশিয়ানরা! কেউ বলেন, ‘ট্রাম্পের বুগিম্যান’, কেউ বলেন ‘ডিফেন্ডার অফ ক্রেমলিন’। সেই রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ-কে সোমবার সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারে সম্মানিত করলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। মেদভেদেভের ৬০-তম জন্মদিনে তাঁকে ‘অর্ডার ফর মেরিট টু দ্য ফারদারল্যান্ড’ (“Order ‘For Merit to the Fatherland“) পুরস্কারে ভূষিত করলেন পুতিন। গত ৩০ বছরেরও বেশি সময় ধরে দেশসেবায় নিয়োজিত ব্যক্তিদের এই পুরস্কার দেয় মস্কো। এই পুরস্কারের বেশ কয়েকটি শ্রেণি-ও আছে। যত বেশি সম্মান, পুরস্কারের ‘ক্লাস’ ততই উঁচু। আছে ‘উইথ সোর্ড‘, ‘উইদাউট সোর্ড‘ ভাগ-ও। মেদভেদের কাছে এই পুরস্কারের চারটি ‘ক্লাস’-ই এখন বর্তমান। ২০০৫, ২০১৫, ২০২০-র পর ২০২৫-এও তিনি এই পুরস্কার পেলেন। এরকম নজির রাশিয়া...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন