মৃত্যুর আগেই ব্রিটেনের রানির শেষকৃত্যের পরিকল্পনা সারা! ফাঁস ‘অপারেশন লন্ডন ব্রিজ’

কুইন এলিজাবেথের মৃত্যু খবর পেয়ে গোটা দেশজুড়ে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, তা চিন্তাভাবনা করে বিশাল নিরাপত্তা ব্য়বস্থার পরিকল্পনাও করে রাখা হয়েছে।

মৃত্যুর আগেই ব্রিটেনের রানির শেষকৃত্যের পরিকল্পনা সারা! ফাঁস 'অপারেশন লন্ডন ব্রিজ'
ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 04, 2021 | 11:23 AM

লন্ডন: ব্রিটেনের গদিতে এখনও রয়েছেন কুইন দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II)। তবে বয়স ৯৫-র কোঠায় পৌঁছেছে, কয়েক মাস আগেই সঙ্গ ছেড়ে চলে গিয়েছেন প্রিন্স ফিলিপ। হঠাৎ যদিও রানিও পৃথিবী থেকে বিদায় নেন? কীভাবে রানির সৎকার হবে, কতদিনই বা শোক পালন করা হবে, তা নিয়ে আগে থেকেই সমস্ত পরিকল্পনা আগেই সেরে রেখেছে রাজ পরিবার। সম্প্রতিই ব্রিটেনের রাজ পরিবারের এই  গোপন নথি ফাঁস হয়ে গিয়েছে, আর তাতেই জানা গিয়েছে রানি এলিজাবেথের প্রয়াণের পরবর্তী পরিকল্পনা।

“পলিটিকো” নামক একটি মার্কিন সংবাদপত্রে এই গোপন তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। “অপারেশন লন্ডন ব্রিজ” নামে ওই গোপন নথিতেই জানানো হয়েছে, রানি দ্বিতীয় এলিজাবেথের  মৃত্যু হলে কীভাবে তার শেষকৃত্য় সম্পন্ন হবে। তাঁর মৃত্যু দিনটিকে “ডি-ডে” হিসাবেও উল্লেখ করা হয়েছে ওই নথিতে। যদিও  বাকিংহাম প্যালেসের তরফে এই গোপন নথি অস্বীকার করা হয়েছে।

রানি দ্বিতীয় এলিজাবেথই ব্রিটেনের ইতিহাসে সর্বাধিক সময় ধরে মসনদে রয়েছেন। ফাঁস হয়ে যাওয়া ওই গোপন নথিতে বলা হয়েছে, রানির মৃত্যুর ১০ দিন পর তাঁর দেহ সমাধিস্থ করা হবে। তার আগে পুত্র তথা রাজগদির অন্যতম দাবিদার প্রিন্স চার্লস গোটা ব্রিটেন সফরে যাবেন।

পার্লামেন্ট হাউসেই তিনদিন রানির কফিন  রাখা থাকবে, সাধারণ মানুষও রানিকে শেষ দেখা দেখতে পাবেন। কুইন এলিজাবেথের মৃত্যু খবর পেয়ে গোটা দেশজুড়ে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, তা চিন্তাভাবনা করে বিশাল নিরাপত্তা ব্য়বস্থার পরিকল্পনাও করে রাখা হয়েছে।

লন্ডনেই ব্রিটেনের রানিকে সমাধিস্থ করার পরিকল্পনা রয়েছে। এই সময়ে লন্ডনে দেশবিদেশ থেকে হাজার হাজার মানুষ ভিড় জমানোয় তিব ধারণের জায়গাটুকুও হবে না বলে আশঙ্কা করা হয়েছে। কীভাবে সেই ভিড় ও যানজট নিয়ন্ত্রণ করা হবে, তার পরিকল্পনাও ইতিমধ্যেই সেরে ফেলা হয়েছে।

জানা গিয়েছে, সেন্ট পলস ক্যাথিড্রালেই শোকসভা ও অন্তিম সংস্কারের যাবতীয় কার্যাবলী সম্পন্ন করা হবে। নতুন রাজা হবেন চার্লস, রানির শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর তিনি চারটি দেশে সফরেও যাবেন।

রাজ পরিবারের সঙ্গে ব্রিটেনের প্রধানমন্ত্রীর কথা হয়েছে, রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণের দিনই জাতীয় শোক দিবস হিসাবে ঘোষণা করার।  যদিও বাকিংহাম প্যালেসের তরফে এই পরিকল্পনা ও তথ্য ফাঁস হয়ে যাওয়া-উভয় বিষয়ই অস্বীকার করা হয়েছে।

এর আগে ২০১৭ সালেও দ্য গার্ডিয়ান পত্রিকার একটি প্রতিবেদনেও অপারেশন লন্ডন ব্রিজের উল্লেখ করে জানানো হয়েছিল, রানির প্রয়াণের পর নতুন রাজা চার্লস সেন্ট জেমস প্যালেস থেকে দায়িত্ব গ্রহণ করবেন।

ব্রিটিশ রাজ বহু যুগ আগেই শেষ হয়ে গেলেও ব্রিটেনের রাজ পরিবার নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। প্রিন্স চার্লস থেকে শুরু করে প্রিন্স হ্য়ারি, কিংবা রাজপরিবারের পুত্রবধূ কেট মিডলটন ও  মেগান মর্কেলের হাঁটাচলা থেকে পোশাক, সবকিছুরই উপরই সর্বক্ষণ তীক্ষ্ণ নজর থাকে সকলের। তবে রানির মৃত্যুর আগেই তাঁর শেষকৃত্যের পরিকল্পনা সেরে রাখাকে অনেকেই ভাল চোখে দেখেননি। আরও পড়ুন:  বিজয় উৎসবে মেতে তালিবান, রাতভর চলল এলোপাথাড়ি গুলি! নিহত কমপক্ষে ১০