Saudi Arabia: বোরখা-আবায়ার দেশ সৌদি আরব এবার মিস ইউনিভার্সের মঞ্চে!

Saudi Arabia Miss Universe: ইদানিং ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন তাঁর দেশকে ধীরে ধীরে এই রক্ষণশীলতার মোড়ক থেকে বের করে আনছেন। গত কয়েক বছরে, এই লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ করেছেন তিনি। এবার মিস ইউনিভার্সের মতো সৌন্দর্য প্রতিযোগিতাতে অংশ নিতে চলেছে এই ইসলামী দেশ।

Saudi Arabia: বোরখা-আবায়ার দেশ সৌদি আরব এবার মিস ইউনিভার্সের মঞ্চে!
সৌদি আরবের প্রথম প্রতিযোগী হিসেবে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন রুমি আলকাহতানি Image Credit source: Instagram
Follow Us:
| Updated on: Mar 26, 2024 | 6:58 PM

রিয়াধ: মিস ইউনিভার্সের মঞ্চে, সৌদি আরবের পতাকা নিয়ে উঠবেন ২৭ বছর বয়সী মডেল রুমি আলকাহতানি। ইতিহাসে এই প্রথমবার। এই প্রথম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় আনুষ্ঠানিকভাবে অংশ নিতে চলেছে সৌদি আরব। এমনিতে, সৌদি আরব বললেই চোখের সামনে ভাসে বোরখা-আবায়ার ছবি। দীর্ঘদিন রক্ষণশীল মুসলিম দেশ হিসেবে পরিচিত ছিল সৌদি। তবে, ইদানিং ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন তাঁর দেশকে ধীরে ধীরে এই রক্ষণশীলতার মোড়ক থেকে বের করে আনছেন। গত কয়েক বছরে, এই লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ করেছেন তিনি। প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়াও সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করা হচ্ছে।

সোমবার ইনস্টাগ্রামে রুমি আলকাহতানি জানিয়েছেন, তিনি সৌদি আরবের প্রথম প্রতিযোগী হিসেবে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, “মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এই প্রথম অংশ নেবে সৌদি আরব।” এই ঘোষণার সঙ্গে, রুমি বেশ তাঁর বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানে তাঁকে সম্পূর্ণভাবে ‘বিউটি কুইন’ রূপে দেখা যাচ্ছে। তাঁর পরনে রয়েছে একটি স্ট্র্যাপলেস সিকুইন্ড গাউন। মাথায় রয়েছে একটি টিয়ারা এবং গায়ে রয়েছে বিউটিকুইনের স্যাশে। আর হাতে রয়েছে সৌদি আরবের জাতীয় পতাকা। বোঝাই যাচ্ছে, প্রথমবার আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে সৌদি আরবের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে কতটা উত্তেজিত তিনি।

রুমি আলকাহতানি, সৌদির রাজধানী রিয়াধের বাসিন্দা। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এই প্রথমবার দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন তিনি। তবে, বিশ্বব্যাপী সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার ক্ষেত্রে তিনি একেবারেই নতুন নন। কয়েক সপ্তাহ আগেই মালয়েশিয়ায় অনুষ্ঠিত মিস অ্যান্ড মিসেস গ্লোবাল এশিয়ান প্রতিযোগিতার মঞ্চে দেখা গিয়েছিল তাঁকে। এছাড়া,আরও বহু আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনি। লাইমলাইটে থাকাটা, বলা যেতে পারে তাঁর অভ্যাস। ইনস্টাগ্রামেও নিয়মিত সৌন্দর্য এবং ফ্যাশন বিষয়ক কনটেন্ট পোস্ট করেন তিনি। সেখানে তাঁর ১০ লক্ষের বেশি ফলোয়ার রয়েছ।

মিস ইউনিভার্স ২০২৪ প্রতিযোগিতায় রুমি আলকাহতানির প্রতিনিধিত্ব শুধুমাত্র সৌদি আরবের জন্যই উল্লেখযোগ্য মাইলফলক নয়, এই সৌন্দর্য প্রতিযোগিতার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েক বছর ধরেই এই প্রতিযোগিতাকে আরও বেশি অন্তর্ভুক্তিমূলক এবং বৈচিত্র্যময় করে তোলার চেষ্টা করা হচ্ছে। ২০২৩-এর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রথমবার প্রতিযোগী পাঠিয়েছিল পাকিস্তান। পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছিলেন এরিকা রবিন। প্রতিযোগিতার সুইমস্যুট রাউন্ডে তিনি পরেছিলেন বুরকিনি। সেই পোশাক নিয়ে জোর চর্চা হয়েছিল। অংশ নিয়েছিলেন নেপালের প্লাস সাইজ মডেল, জেন দীপিকা গ্যারেটও।