High Commission of India in Dhaka: নজরুলের শ্যামাসঙ্গীতেই সম্প্রীতির বার্তা বাংলাদেশে
High Commission of India in Dhaka: অনুষ্ঠানে নজরুলের কবিতা পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী টিটো মুন্সী। এবং নজরুলের শ্যামাসঙ্গীতের নির্বাচিত গান পরিবেশন করেন মৃদুলা সমাদ্দার ও বিজনচন্দ্র মিস্ত্রি। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, "কবি নজরুলের সৃষ্টিকর্ম ভারত ও বাংলাদেশের একটি যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য।"
ঢাকা: বাঁশির সুর। তবলার বোল। আর মনোমুগ্ধকর কণ্ঠ। ঢাকায় ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে কাজী নজরুল ইসলামের শ্যামাসঙ্গীতে মজলেন সবাই। মঙ্গলবার বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি) এই সংগীত সন্ধ্যার আয়োজন করে। বাংলাদেশের শিল্প-সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ যোগ দেন অনুষ্ঠানে।
কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। দুই বাংলাতেই তিনি সমান জনপ্রিয়। মা কালীকে নিয়ে নজরুল শতাধিক ভক্তিমূলক গান রচনা করেছেন। তাঁর সেই শ্যামাসঙ্গীতে মুগ্ধ হন শ্রোতারা।
এই অনুষ্ঠানে নজরুলের কবিতা পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী টিটো মুন্সী। এবং নজরুলের শ্যামাসঙ্গীতের নির্বাচিত গান পরিবেশন করেন মৃদুলা সমাদ্দার ও বিজনচন্দ্র মিস্ত্রি। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, “কবি নজরুলের সৃষ্টিকর্ম ভারত ও বাংলাদেশের একটি যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য। এবং তা আমাদের দুই দেশের নাগরিকদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ও সাংস্কৃতিক সংযোগ আদানপ্রদানের একটি অনন্য প্ল্যাটফর্ম প্রদান করে।”
এই খবরটিও পড়ুন
গত ৫ অগস্ট প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর সংখ্যালঘুদের উপর লাগাতার হামলার অভিযোগ ওঠে। হিন্দু-সহ সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে সরব হয়েছে ভারত। আর এই সময় নজরুলের শ্যামাসঙ্গীত সম্প্রীতির বার্তা দিল। গতকাল সেই শ্যামাসঙ্গীতেই মজলেন বাংলাদেশের সাধারণ মানুষ থেকে বিশিষ্ট ব্যক্তিরা।