AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi in G-20 Summit: দক্ষিণ আফ্রিকায় উচ্ছ্বাসের ঢেউ, জি-২০-তেও তাক লাগাল ‘মোদী-মন্ত্র’

PM Modi News: গত ২১ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সময়কালে একাধিক বৈঠক করতে দেখা গিয়েছে তাঁকে। এমনকি, অস্ট্রেলিয়া-কানাডার সঙ্গে 'ত্রিশক্তি' গঠন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

PM Modi in G-20 Summit: দক্ষিণ আফ্রিকায় উচ্ছ্বাসের ঢেউ, জি-২০-তেও তাক লাগাল 'মোদী-মন্ত্র'
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: PTI
| Edited By: | Updated on: Nov 24, 2025 | 1:55 PM
Share

নয়াদিল্লি: তিন দিনব্যাপী সফরে দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগ দিয়েছিলেন জি-২০ শীর্ষ সম্মেলনে। প্রধানমন্ত্রী সফর ঘিরে দক্ষিণ আফ্রিকার বাসিন্দাদের মধ্য়ে দেখা গিয়েছে উচ্ছ্বাস। বিশ্ব রাজনীতি তিনি যেমন পরিচিত একটা মুখ, ঠিক তেমনই যুব প্রজন্মের কাছে তাঁর জনপ্রিয়তা অন্যান্য রাষ্ট্রনেতাদের তুলনায় অনেকটাই বেশি। সুতরাং, মোদীর আগমনে একটা জনজোয়ার তৈরি হবে তা সন্দেহাতীত।

দক্ষিণ আফ্রিকায় নেটিজেনদের উচ্ছ্বাস

গত ২১ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সময়কালে একাধিক বৈঠক করতে দেখা গিয়েছে তাঁকে। এমনকি, অস্ট্রেলিয়া-কানাডার সঙ্গে ‘ত্রিশক্তি’ গঠন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শীর্ষ সম্মেলনে যোগদানের পর থেকে বৈঠক, আলাপ, হাত মেলানো, ভাষণ-সহ প্রতি মুহুর্তের ছবি-ভিডিয়ো নিজের সমাজমাধ্যমে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। আর সেই পোস্ট ঘিরেই দেখা গিয়েছে নেটিজেনদের উচ্ছ্বাস। মূলত দক্ষিণ আফ্রিকার মানুষদের উচ্ছ্বাস। মোদীর বক্তব্য হোক বা বৈঠক, সবেতেই একটা ইতিবাচক মন্তব্য করেছেন তাঁরা।

জি-২০ শেষে মোদীর বার্তা

২৩ তারিখ অর্থাৎ জি-২০ শীর্ষ সম্মেলনের শেষ দিনে ইতালির প্রধানমন্ত্রী জোর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেরেছেন বৈঠকও। এই সম্মেলনের শেষ দিনে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘জোহানেসবার্গে আয়োজিত জি-২০ শীর্ষ সম্মেলন এই বিশ্বের বিকাশ ও সমৃদ্ধিতে যথার্থ অবদান রাখবে। একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক সারলাম। আমি আশাবাদী, আমাদের এই আলোচনা ভারতের সঙ্গে তাঁদের সম্পর্ককে আরও মজবুত করবে। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার সরকার ও সেখানকার রাষ্ট্রপতিকেও অনেক ধন্যবাদ।’