AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Explained: সুশীলার যা একদিন, ইউনূসের তা এক বছর! কেন?

Sushila Karki News: পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে দুই থেকে তিনদিনের গণঅভ্যুত্থানে গোটা সরকার পড়ে যায়। পার্লামেন্ট চলে যায় তরুণদের দখলে। দাবি তোলা হয় নতুন অন্তর্বর্তী সরকার গঠনের। এই সময় একাধিক নাম উড়ে বেড়িয়েছিল গোটা কাঠমান্ডু জুড়ে। কিন্তু সেই সবাইকে পেরিয়ে এগিয়ে আসেন নেপালের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধানবিচারপতি সুশীল কারকি। তার ঘাড়েই সপে দেওয়া হয় দায়িত্ব।

Explained: সুশীলার যা একদিন, ইউনূসের তা এক বছর! কেন?
প্রতীকী ছবিImage Credit: Tv9 Graphics - Abhijit Biswas
| Updated on: Sep 28, 2025 | 11:55 AM
Share

কলকাতা: শ্রীলঙ্কা-বাংলাদেশ-নেপাল (Sri Lanka, Bangladesh, Nepal) যেন এক সুতোয় বাঁধা। ভারতের তিন প্রতিবেশী দেশের অন্দরে ফুঁসে উঠেছিল জনসাধারণ। উত্তাল হয়েছিল পরিস্থিতি। ২০২২-এ শ্রীলঙ্কা, ২০২৪ সালে বাংলদেশ এবং ২০২৫ সালে নেপাল। কিন্তু যা শ্রীলঙ্কা-নেপাল পেরেছে, তা কি বাংলাদেশ পারল? সর্বোপরী সুশীলা, তাঁর কাছে কিন্তু শিক্ষা নেওয়ার জায়গা ছিল এই দু’টি দেশ। একদিকে শ্রীলঙ্কা, অন্যদিকে বাংলাদেশ। সেই শিক্ষা সুশীলাকে (Sushila Karki) দিয়ে যা করাল, তা করে উঠতে পারেননি ইউনূসও। কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে কীভাবে প্রশ্নের মুখে ফেললেন সুশীলা? সুশীলার শপথ একদিকে শ্রীলঙ্কা, অন্যদিকে বাংলাদেশ। দু’টো বছর, দু’টো গণঅভ্যুত্থান। আর সেই দু’টোই দেখেছেন সুশীলা। দেখেছেন কীভাবে জনরোষ খেয়ে ফেলতে পারে একটা পচে যাওয়া সরকারকে। দেখেছেন তরুণদের গর্জন...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন