AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Titan Submarine: টাইটানিকের মতোই পরিণতি টাইটান-এর! নিখোঁজ ডুবোযানে অক্সিজেন মজুতের সময়সীমা পেরোল, এবার…

Titan: রবিবার সকালে টাইটান মহাসাগরে পাড়ি দেওয়ার সময় থেকে ভারতীয় সময়, বৃহস্পতিবার বিকাল ৪ টে ৩৮ মিনিট পর্যন্ত অক্সিজেন মজুত থাকার কথা। সেই সময় পেরিয়ে গিয়েছে।

Titan Submarine: টাইটানিকের মতোই পরিণতি টাইটান-এর! নিখোঁজ ডুবোযানে অক্সিজেন মজুতের সময়সীমা পেরোল, এবার...
টাইটান ডুবোজাহাজ।
| Edited By: | Updated on: Jun 22, 2023 | 7:32 PM
Share

প্যারিস: এক শতাব্দী পরেও ভালবাসা, কৌতূহল ও আলোচনার অন্যতম বিষয়, ‘টাইটানিক’ (Titanic) জাহাজ। তাই সেই অভিশপ্ত টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে ৫ যাত্রীকে নিয়ে সমুদ্রের গভীরে পাড়ি দিয়েছিল ‘টাইটান’ (Titan)। কিন্তু, শেষ পর্যন্ত টাইটানিকের মতোই অবস্থা হল টাইটান-এর! গত কয়েকদিনের তল্লাশির পর এমনই আশঙ্কা দেখা দিয়েছে। টাইটান-এর ভিতরে যাত্রীদের জীবিত থাকা নিয়েও সংশয় দেখা দিয়েছে। কেননা বৃহস্পতিবার দুপুরেই টাইটান-এ মজুত অক্সিজেন (Oxygen) নিঃশেষ হয়ে যাওয়ার কথা। সেটা যদি হয়, তাহলে টাইটান-এর যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলে আশঙ্কা প্রকাশ করছেন উদ্ধারকারীরা। যদিও টাইটান-এর খোঁজে এদিন সকালেই রোবট (Robot) নামানো হয়েছে। কিন্তু, শেষ পাওয়া খবর পর্যন্ত এই ডুবোজাহাজের কোনও হদিশ মেলেনি।

৫ যাত্রী নিয়ে ডুবো যান টাইটান গত রবিবার উত্তর আটলান্টিক মহাসাগরে পাড়ি দিয়েছিল। সেটিতে ৪ দিনের (৯৬ ঘণ্টা) অক্সিজেন মজুত ছিল। অর্থাৎ রবিবার সকালে টাইটান মহাসাগরে পাড়ি দেওয়ার সময় থেকে ভারতীয় সময়, বৃহস্পতিবার বিকাল ৪ টে ৩৮ মিনিট পর্যন্ত অক্সিজেন মজুত থাকার কথা। সেই সময় পেরিয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে টাইটান-এ অক্সিজেন নিঃশেষ হয়ে যাওয়ার কথা। যদি সেটা হয়, সেক্ষেত্রে ওই ডুবোযানের আরোহীদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ।

এদিকে টাইটান-এর খোঁজে ইতিমধ্যে সমুদ্রের তলদেশে তল্লাশি অভিযানে নেমেছে রোবট। কিন্তু, ভারতীয় সময় বৃহস্পতিবার পর্যন্ত রোবটও ডুবোযানটির হদিশ পায়নি। তাহলে কি টাইটানিকের মতোই পরিণতি হল টাইটান-এর? এমনই আশঙ্কা দেখা দিয়েছে।

প্রসঙ্গত, ১৯১২ সালে আটলান্টিক মহাসাগরের অতলে তলিয়ে গিয়েছিল বিলাসবহুল জাহাজ ‘টাইটানিক’। মর্মান্তিক মৃত্যু হয়েছিল টাইটানিকের যাত্রীদের। সেই টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতেই ‘ওসিয়ান গেট’ সংস্থার তরফে গত রবিবার সকালে যাত্রীদের নিয়ে আটলান্টিক মহাসাগরের অতলে পাড়ি দেয় ডুবোজাহাজ টাইটান। এর আগেও দু-বার টাইটান মহাসাগরের গভীরে নেমেছিল। ফিরেও এসেছিল। কিন্তু, এবার সাগরে পাড়ি দেওয়ার দু-ঘণ্টার মধ্যেই টাইটান-এর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দিক নির্দেশকারী ‘পোল্যান্ড শিপ’-এর।