Donald Trump: ‘গাজায় যুদ্ধ শেষ’, ইজরায়েল যাওয়ার আগে ঘোষণা ট্রাম্পের, আজ সব বন্দি মুক্তি পাবে?
Israel-Hamas Peace Deal: আজ প্রথমে ইজরায়েলে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে থাকবেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও, প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সহ একাধিক শীর্ষ আধিকারিকরা। সেখানে সংসদে বক্তব্য রাখবেন ট্রাম্প। এরপরে মিশরে যাবেন তিনি, যেখানে গাজা শান্তি সামিটের আয়োজন করা হয়েছে।

ওয়াশিংটন: গাজায় যুদ্ধ শেষ, ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই বছর ধরে সংঘর্ষ চলার পর অবশেষে শান্তিচুক্তিতে সম্মত হয়েছে ইজরায়েল ও হামাস গোষ্ঠী। আজ, সোমবার (১৩ অক্টোবর) দুই পক্ষের বন্দি বদল করার কথা। তার আগেই মধ্য প্রাচ্যের উদ্দেশে রওনা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ প্রথমে ইজরায়েলে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে থাকবেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও, প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সহ একাধিক শীর্ষ আধিকারিকরা। সেখানে সংসদে বক্তব্য রাখবেন ট্রাম্প। এরপরে মিশরে যাবেন তিনি, যেখানে গাজা শান্তি সামিটের আয়োজন করা হয়েছে। মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফতেহ আল-সিসি ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই শান্তি চুক্তি অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন। উপস্থিত থাকবেন একাধিক দেশের রাষ্ট্রনেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ করেছিলেন ট্রাম্প। তবে বিদেশ মন্ত্রক সূত্রে খবর, প্রধানমন্ত্রী মোদী এই অনুষ্ঠানে যেতে পারছেন না। তাঁর বদলে ভারত এক মন্ত্রীকে প্রতিনিধি হিসাবে পাঠাচ্ছে।
এয়ারফোর্স ওয়ানে চেপে ইজরায়েলের উদ্দেশে রওনা দেওয়ার আগেই ট্রাম্প সাংবাদিকদের বলেন, “যুদ্ধ শেষ, বুঝেছেন?”। মধ্য প্রাচ্যের এই সফর বিশেষ বলেই উল্লেখ করেন ট্রাম্প। তার উদ্যোগে হওয়া গাজায় শান্তিচুক্তি টিকবে কি না, এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “আমার মনে হয় এটা টিকবে…মানুষ ক্লান্ত।”
আজকের শান্তি চুক্তিতে হামাস স্বাক্ষর করতে নারাজ। তবে চুক্তি অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে প্রথম হামলার সময় হামাস যাদের বন্দি বানিয়েছিল, তাদের সকলকে মুক্তি দেবে। ইজরায়েল পাল্টা ২ হাজার প্যালেস্তাইনি বন্দিদের মুক্তি দেবে। গাজা স্ট্রিপে ত্রাণ পৌঁছতেও কোনও বাধা থাকবে না। ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু এই শান্তিচুক্তিকে নিজেদের জয় বলেই ঘোষণা করেছেন। ট্রাম্প যুদ্ধ থামার কথা বললেও, নেতানিয়াহু বলেছেন, “লড়াই শেষ হয়নি”।
