America vs Russia: কার পারমাণবিক সাবমেরিন বেশি শক্তিশালী? আমেরিকা না রাশিয়া―কে করবে মাত?
Nuclear Submarine: ভ্লাদিমির পুতিনের সাবমেরিন বহরই আপাতত বিশ্বের বৃহত্তম। প্রায় ৬৪টি সাবমেরিন রয়েছে রাশিয়ার পকেটে। এর মধ্যে প্রায় ১৪টি ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন অর্থাৎ SSBN! রাশিয়ার কৌশলগত ব্যবস্থার মূলভিত্তি এগুলোই। বোরেই-ক্লাস এবং ডেল্টা ৪-ক্লাস হল সবচেয়ে ভয়াবহ এবং নির্ভুল।

বিশ্বে এখন আলোচনার বিষয়বস্তু একটাই―ট্যারিফ! রাশিয়ার তেল কিনে যেন বিশাল অপরাধ করে ফেলেছে ভারত! না না, আমি নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনে হচ্ছে এমনটা। আর তাই ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন তিনি, এরপরই চিন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। এরই মাঝে বিশিষ্ট রুশ রাজনীতিবিদ দিমিত্রি মেদভেদেভের এক মন্তব্যে চটে গিয়ে বড় নির্দেশ দিয়ে ফেলেছেন ট্রাম্প। জানেন সেটা কী? জানেন রাশিয়া এবং আমেরিকার মধ্যে কে বেশি ক্ষমতাবান? ট্যারিফ নিয়ে বিশ্বজুড়ে যে চাপানউতোর চলছে, তাতে রাজনৈতিক ওয়াকিবহাল মহল মনে করছে―আর একটা ঠাণ্ডা লড়াই শুরু হয়েই গেল। এমতাবস্থায় সাবেক রুশ প্রেসিডেন্টের মন্তব্যে চটে গিয়ে দুটি পারমাণবিক সাবমেরিনকে...
