Aadhaar App: এবার বাড়িতে বসেই Aadhaar Card-এ এই কাজ করতে পারবেন!
Aadhaar Card, Unique Identification Authority of India: এতদিন এই মোবাইল নম্বর আপডেটের জন্যও লম্বা লাইনে দাঁড়াতে হত আমার, আপনার মতো সাধারণ মানুষকে। কিন্তু এবার সেই দিন শেষ। দেশের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি বা ইউআইডিএআই তাদের নতুন আধার অ্যাপে অবশেষে মোবাইল নম্বর আপডেটের সুবিধা চালু করে দিয়েছে।

আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট, দেশের সাধারণ মানুষের কাছে এটা একটা বিরাট সমস্যারই নামান্তর ছিল। ব্যাঙ্কের কাজ হোক বা কোনও সরকারি কাজ, সব কিছুতেই প্রয়োজন ওটিপি। আর সেই ওটিপি আসে আধার কার্ডে রেজিস্টার্ড মোবাইল নম্বরে।
এতদিন এই মোবাইল নম্বর আপডেটের জন্যও লম্বা লাইনে দাঁড়াতে হত আমার, আপনার মতো সাধারণ মানুষকে। কিন্তু এবার সেই দিন শেষ। দেশের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি বা ইউআইডিএআই তাদের নতুন আধার অ্যাপে অবশেষে মোবাইল নম্বর আপডেটের সুবিধা চালু করে দিয়েছে। আর এই প্রথমবার যখন এই আপডেট ডিজিটালি করা যাবে।
কীভাবে ঘরে বসে মোবাইল নম্বর আপডেট?
নতুন এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল বদল করতে পারবেন। প্রথমে নতুন এই আধার অ্যাপ ডাউনলোড করুন। তারপর সেখানে ‘মোবাইল নম্বর আপডেট’ অপশনটি লাইভ দেখাচ্ছে। আর তারপর ওটিপি ভেরিফিকেশন ও ফেস অথন্টিকেশনের মাধ্যমে হয়ে যাবে আপনার মোবাইল নম্বর আপডেট। অর্থাৎ, এই ব্যবস্থা চালু হয়ে যাওয়ায় আপনাকে আর আধার কেন্দ্রে গিয়ে তা আপডেট করতে হবে না।
আধার কর্তৃপক্ষ অর্থাৎ, ইউআইডিএআই বলছে, এই প্রক্রিয়াটি চালু হওয়ায় এবার বহু মানুষের সময় বাঁচবে। আর ভিড় কমবে আধার সেন্টারে। নতুন এই অ্যাপের মূল লক্ষ্য হল পরিচয় যাচাইকে আরও নিরাপদ করে তোলা। এই অ্যাপের কিউআর কোডের মাধ্যমে অনলাইনে পরিচয় যাচাইও করা যায়। আপনি চাইলে আপনার পরিবারের আরও কিছু মানুষের তথ্যও এই অ্যাপে রাখতে পারবেন।
নাম, ঠিকানা বদলের সুবিধা কবে?
মোবাইল নম্বরের সুবিধা এখন পাওয়া গেলেও আরও বেশ কিছু আপডেট এখনই পাওয়া যাবে না এই অ্যাপে। এখানে নাম, ইমেল আইডি বা ঠিকানা আপডেটের জায়গা গুলো এখনও চালু হয়নি।
তবে, এটাও ঠিক যে আঙুলের ছাপ, আইরিশ স্ক্যান বা ছবি আপডেটের মতো বায়োমেট্রিক বদলগুলো এখনও অফলাইনে, আধার সেন্টারে গিয়েই করতে হবে। আপাতত মোবাইল নম্বর আপডেট চালু হওয়ায় বিরাট স্বস্তি হল সাধারণ মানুষদের জন্য। তবে, আগামীতে বাকি সব পরিষেবা চালু করবে। আর তাতে নাগরিকদের জন্য আরও ভাল হয়ে উঠবে নতুন এই আধার অ্যাপ।
