AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Apple iPhone 17: আইফোনে নতুন ফিচার, বদলাতে পারে ফোনের লুক, দাম শুরু হতে পারে ৭৪ হাজার থেকেই!

Apple iPhone 17: আগামী মাসেই আইফোনের নতুন সিরিজ লঞ্চ করতে চলেছে অ্যাপেল। কিন্তু সেই লঞ্চের আগেই ইন্টারনেটে লিক হয়ে গেল আইফোনের বেশ কিছু ছবি।

Apple iPhone 17: আইফোনে নতুন ফিচার, বদলাতে পারে ফোনের লুক, দাম শুরু হতে পারে ৭৪ হাজার থেকেই!
Image Credit: x.com/theapplehub
| Updated on: Aug 13, 2025 | 5:03 PM
Share

আইফোন, নাম শুনলেই একটা প্রজন্মের মধ্যে এক উদ্দীপনা দেখা দেয়। আর আগামী মাসেই আইফোনের নতুন সিরিজ লঞ্চ করতে চলেছে অ্যাপেল। কিন্তু সেই লঞ্চের আগেই ইন্টারনেটে লিক হয়ে গেল আইফোনের বেশ কিছু ছবি। এ ছাড়াও প্রকাশে আসা তথ্য থেকে জানা গিয়েছে নতুন আইফোন ১৭ প্রো মডেলের স্টোরেজ শুরু হচ্ছে ২৫৬ জিবি থেকে। চিনা এক আইফোন এন্থুসিয়াস্ট বলছেন, আগের আইফোনের থেকে ১৭ সিরিজের আইফোনের দাম হতে চলেছে অন্তত ৫০ ডলার বেশি। আর এই তথ্যকে মান্যতা দিলে ভারতীয় মুদ্রায় এই সিরিজের আইফোনের দাম শুরু হবে ৭৪ হাজার টাকা থেকে।

আমেরিকায় আইফোন ১৭ সিরিজের সবচেয়ে দামি ফোন হতে পারে আইফোন ১৭ প্রো ম্যাক্স। ১ হাজার ৪৯ ডলার বা ৯২ হাজার টাকা থেকে ১ হাজার ২৪৯ ডলার বা ১ লক্ষ ৯ হাজার ৫০০ টাকার মধ্যে হতে পারে সে দেশে আইফোনের দাম। আর এই ফোন ভারতের বাজারে বিক্রি শুরু হলে তার দাম যে আরও বাড়বে সেটা বলাই বাহুল্য।

নতুন আইফোনের সিরিজে বদলাতে চলেছে ফোনের ডিজাইনও। বলা হচ্ছে, বেস মডেল বাদ দিয়ে এয়ার বা প্রো মডেলের ডিজাইনে এসেছে বেশ কিছু বদল। পিছনের ক্যামেরার চারদিকের ডিজাইন নাকি আগের থেকে আলাদা হয়েছে। এ ছাড়াও আইফোন ১৭ এয়ার নাকি হতে চলেছে এখনও পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। এ ছাড়াও আইফোন ১৭ প্রো পেতে চলেছে পার্ফরম্যান্স, ক্যামেরা ও এআইয়ের ক্ষেত্রে বিরাট আপডেট।