Share Market Investment: ৫০ টাকার কমে শেয়ার কিনবেন? সবথেকে ভরসাযোগ্য এই পাঁচ সংস্থা
শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে বেশ কয়েকটি বিষয় যাচাই করে তবেই বিনিয়োগ করা উচিত। যে শেয়ার কিনবেন গত কয়েক বছরে সেই শেয়ারের স্টক পারফরম্যান্সের বিষয়ে খোঁজ নেওয়া প্রয়োজন। যে সংস্থার শেয়ার কিনবেন তার ব্যাপারেও খোঁজ নেওয়া প্রয়োজনীয়। এর পাশাপাশি আপনি কী ভাবে বিনিয়োগ করতে চাইছেন, কত সময়ের জন্য বিনিয়োগ করতে চাইছেন, সে বিষয়েও খোঁজ নিতে হবে।
মুম্বই: শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাইছেন? কিন্তু তুলনায় কমদামের শেয়ারে বিনিয়োগ করার কথা ভেবেছেন। এই প্রতিবেদনে আমরা খোঁজ দেব এমন পাঁচটি সংস্থার শেয়ারের। যা আপনি পাবেন ৫০ টাকা বা তার কম দামে।
শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে বেশ কয়েকটি বিষয় যাচাই করে তবেই বিনিয়োগ করা উচিত। যে শেয়ার কিনবেন গত কয়েক বছরে সেই শেয়ারের স্টক পারফরম্যান্সের বিষয়ে খোঁজ নেওয়া প্রয়োজন। যে সংস্থার শেয়ার কিনবেন তার ব্যাপারেও খোঁজ নেওয়া প্রয়োজনীয়। এর পাশাপাশি আপনি কী ভাবে বিনিয়োগ করতে চাইছেন, কত সময়ের জন্য বিনিয়োগ করতে চাইছেন, সে বিষয়েও খোঁজ নিতে হবে।
ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক- ব্যাঙ্কিং সেক্টরের এই সংস্থার শেয়ারে আপনি বিনিয়োগ করতে পারেন। ১৯৩৭ সালে শুরু হয় এই ব্যাঙ্কের পথচলা। ভারতে এর শাখার সংখ্যা তিন হাজারেরও বেশি। এর পাশাপাশি সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কাতেও রয়েছে এই ব্যাঙ্কের শাখা। ৫০ টাকার কমেই এর শেয়ার কিনতে পারবেন আপনি।
ইউকো ব্যাঙ্ক- ব্যাঙ্কিং সেক্টরের এই সংস্থার শেয়ারও আপনি পেতে পারেন ৫০ টাকার কমে। ১৯৪৩ থেকেই ভারতে ব্যবসা চালিয়ে যাচ্ছে ইউকো ব্যাঙ্ক। দেশে তিন হাজারেরও বেশি শাখা রয়েছে। স্টক মার্কেটে থেকে ভাল রিটার্নের ইতিহাস রয়েছে এই ব্যাঙ্কের।
ট্রিডেন্ট লিমিটেড- টেক্সটাইল ফ্যাবরিক তৈরির জনপ্রিয় সংস্থা এটি। কাগজ, পোশাক, রাসায়নিক-সহ একাধিক জিনিস তৈরি করে এই সংস্থা। কম দামে শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীদের নজরে থাকে এই সংস্থার শেয়ার।
সুজলন এনার্জি লিমিটেড- এই সংস্থার শেয়ারও ৫০ টাকার কমেই পাবেন আপনি। পুনর্নবীকরণ শক্তিক্ষেত্রে দেশের অগ্রণী সংস্থা এটি। এর সদর দফতর পুণেতে। ১৯৯৫ থেকেই শেয়ার মার্কেটে উপস্থিতি রয়েছে সুজলন এনার্জি লিমিটেডের।
আইআরবি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপার- নির্মাণের সঙ্গে যুক্ত এই সংস্থারও শেয়ারও আপনি পাবেন ৫০ টাকার কমে। হাইওয়ে তৈরির অনেক কাজ করে এই সংস্থা। বিনিয়োগের জন্য এর শেয়ারও কিনতে পারেন।