AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BSNL Pay: শুধু টেলিকম নয়! যুগের তালে তাল মিলিয়ে নতুন ব্যবসা শুরু BSNL-র

BSNL UPI Payment: বেসরকারি সংস্থাগুলিকে টেক্কা দিতে বাজারে আসছে সরকারি UPI পেমেন্ট মাধ্যম। খুব স্বাভাবিক ভাবেই তা আনছে BSNL। এই সুবাদে BSNL Pay নামে একটি অ্যাপও তৈরি করবে তারা। তাতেই থাকবে UPI Payment ব্যবস্থা।

BSNL Pay: শুধু টেলিকম নয়! যুগের তালে তাল মিলিয়ে নতুন ব্যবসা শুরু BSNL-র
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Aug 29, 2025 | 1:16 PM
Share

নয়াদিল্লি: আলপিন থেকে আলমারি, একটা মানুষের গোটা দিনে যা যা প্রয়োজন সেই সবটাই কেনার জন্য এখন দেশের প্রায় ৯০ শতাংশ মানুষ ব্যবহার করে UPI পেমেন্ট। পকেট থেকে মোবাইল বের করে স্ক্যান, তারপর সেকেন্ডে পেমেন্ট। নগদের ঝঞ্ঝাই প্রায় শেষ। তবে এই UPI পেমেন্টে ভারত সরকার জোর দিলেও, এই সেক্টরের গোটাটাই হাতের মুঠোয় বেসরকারি সংস্থাগুলির। নেই কোনও সরকারি অ্য়াপ। যা ভাবাচ্ছে কেন্দ্রকে।

সংবাদমাধ্যম ইন্ডিয়া ডট কমের একটি প্রতিবেদন অনুযায়ী, PhonePe, Paytm, Google Pay-এর মতো বেসরকারি সংস্থাগুলিকে টেক্কা দিতে বাজারে আসছে সরকারি UPI পেমেন্ট মাধ্যম। খুব স্বাভাবিক ভাবেই তা আনছে BSNL। এই সুবাদে BSNL Pay নামে একটি অ্যাপও তৈরি করবে তারা। তাতেই থাকবে UPI Payment ব্যবস্থা।

কবে থেকে শুরু হবে BSNL-র নতুন যাত্রা?

ইতিমধ্যেই সরকারি ভাবে এই অ্যাপের কথা তারা ঘোষণা করলেও, কবে থেকে গ্রাহকরা এটিকে ব্যবহার করতে পারবেন বা কবে এই অ্যাপ লঞ্চ করা হবে, সেই সংক্রান্ত কোনও তথ্য প্রদান করেনি রাষ্ট্রীয় টেলিকম সংস্থা। অবশ্য ওয়াকিবহাল মহলের অনুমান, চলতি বছরের দীপাবলির মধ্য়েই এই নতুন অ্য়াপটি বাজারে নিয়ে আসবে তারা।

BSNL গ্রাহকদের হাতে ‘জিয়নকাঠি’

সহজ হবে BSNL সংক্রান্ত সকল কাজ। এই একটা অ্যাপেই BSNL-এর নানা পরিষেবার সুবিধা পাবেন গ্র্রাহকরা। আর কেউ যদি গ্রাহক নাও হন, তাদের জন্য থাকবে নানা পরিষেবা। একটা অ্য়াপেই হবে সমস্ত রকমের অনলাইন লেনদেন সংক্রান্ত কাজ। যা কোথাও গিয়ে ‘ব্যাকফুটে’ ফেলতে পারে PhonePe, Google Pay-র মতো অ্য়াপগুলিকে।