7th Pay Commission: সরকারি কর্মীদের জন্য সুখবর, ২৮ শতাংশ DA বাড়াচ্ছে কেন্দ্র
ডিএ বাড়ার ফলে ৫০ লক্ষের বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী উপকৃত হবেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ৬০ লক্ষ অবসরপ্রাপ্ত (Retired) কর্মীও লাভবান হবেন
নয়াদিল্লি: বহু দিন থেকেই আশা করে আছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Central Government employees)। তবে করোনার কারণে বন্ধ হয়ে গিয়েছিল ডিএ (Dearness Allowance)। এবার তা চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। খবর ছড়িয়ে পড়তেই খুশি কেন্দ্রীয় সরকারি কর্মীদের। ১১ শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। এর আগে ডিএ ১৭ শতাংশ ছিল তবে এবার তা বেড়ে হল ২৮ শতাংশ।
ডিএ বাড়ার ফলে ৫০ লক্ষের বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী উপকৃত হবেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ৬০ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মীও লাভবান হবেন বলে জানা গিয়েছে। ক্যাবিনেট কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা বাড়ানো হবে।
আর কিছুদিন পরেই উৎসবের মরশুম। এর আগে কেন্দ্রীয় সরকারের ডিএ বাড়ানোর সিদ্ধান্তে আনন্দিত চাকরিজীবী ও পেনশনভোগীরা। করোনার দাপটে নাজেহাল সারা দেশবাসী। মারণ ভাইরাস সব পরিস্থিতি বদলে দিয়েছে গত এক বছরের বেশি সময় ধরে। অনেকেই আর্থিক ভাবে অসুবিধের মধ্যে আছেন।
এবার যেন সুরাহা হল। প্রতীক্ষার পর ২৮ শতাংশ ডিএ বাড়াল কেন্দ্রীয় সরকার। এর আগেও ২৬ এবং ২৭ জুন মহার্ঘভাতা বৃদ্ধি নিয়ে নর্থ ব্লকে ন্যাশনাল কাউন্সিল অফ জেসিএমের বৈঠক হয়। কিন্তু সেই বৈঠকে কোনও সিদ্ধান্ত হয়নি। শেষমেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুমোদনে বেড়ে গেল ডিএ। আরও পড়ুন: করোনা আবহে কেন কনোয়ার যাত্রা, যোগীকে নোটিস সুপ্রিম কোর্টের