Vande Bharat-এর সঙ্গে ৩৫ বছরের চুক্তি! এবার রকেটের গতি পাবে এই শেয়ার?
Vande Bharat Express and CG Power: CG পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন জানিয়েছে তারা সব মিলিয়ে প্রায় ৪০০ থেকে ৪৫০ কোটি টাকার বরাত পেয়েছে। এ ছাড়াও ৩৫ বছরের জন্য শুধুমাত্র পরিষেবা দেওয়ার চুক্তিও করেছে সংস্থাটি।

২০১৯ সালে চালু হয় দেশের প্রথম সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। তারপর ধীরে ধীরে বেড়েছে বন্দে ভারত এক্সপ্রেসের সংখ্যা। বর্তমানে দেশে মোট ১৩৬টি এই ট্রেন চলে। আর এবার সেই বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করতে বিভিন্ন পণ্য সরবরাহ করবে CG পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন।
জানা গিয়েছে, বিএসই ফাইলিংয়ে দেওয়া কোম্পানির তথ্য অনুযায়ী CG পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন রেলওয়ে পণ্য সরবরাহ ও পরিষেবা দেওয়ার জন্য কিনেট রেলওয়ে সলিউশনের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি চুক্তি করেছে। CG পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন ১০টি বন্দে ভারত এক্সপ্রেসের জন্য মোটর, ট্রান্সফর্মার সহ প্রোপালশন কিট ও অন্যান্য অনেক যন্ত্রাংশ সরবরাহ করার বরাত পেয়েছে।
সংস্থাটি জানিয়েছে তারা সব মিলিয়ে প্রায় ৪০০ থেকে ৪৫০ কোটি টাকায় এই বরাত পেয়েছে। এ ছাড়াও ৩৫ বছরের জন্য শুধুমাত্র পরিষেবা দেওয়ার চুক্তিও করেছে CG পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন। আর এই খবর সামনে আসার পরই নড়েচড়ে বসেছে শেয়ার বাজারে বিনিয়োগকারীরা।
CG পাওয়ারের রেলওয়ে সেক্টরে কাজ করার ৮৬ বছরের অভিজ্ঞতা রয়েছে। তারা রেলের জন্য ট্র্যাকশন মেশিন, প্রপালশন সিস্টেম ও সিগনালিংয়ের বিভিন্ন পণ্য তৈরি করে। বর্তমানে সংস্থাটি দুর্ঘটনা থেকে ট্রেনকে বাঁচানোর যে সিস্টেম অর্থাৎ কবচ ব্যবস্থা নিয়ে কাজ করছে।
নভেম্বর ২০২০ থেকে এই সংস্থা মুরুগাপ্পা গ্রুপের অংশ। তারা ভারত ও সুইডেন মিলিয়ে মোট ১৮টি কারখানায় তাদের প্রয়োজনীয় পণ্য তৈরি করে। রিপোর্ট বলছে ২০২৪ অর্থবর্ষে CG পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশনের রাজস্ব ছিল ৮ হাজার ৪৬ কোটি টাকা বা ৯৬৪ মিলিয়ন আমেরিকান ডলার। ১৭ মার্চ পর্যন্ত গত ১ বছরে ২৭ শতাংশ বেড়েছে সংস্থার শেয়ারের দাম। অন্যদিকে, অক্টোবর মাসে সর্বোচ্চ ৮৭৪ টাকা হয়েছিল এই সংস্থার শেয়ারের দাম।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
টিভি নাইন বাংলা





