AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Free Bus Services: অযোধ্যায় যাওয়ার বিনামূল্যে বাস পরিষেবা শুরু করেছে Paytm, কীভাবে টিকিট পাবেন?

Paytm অ্যাপে বাস বুকিং করার পর কোনও কারণে যাওয়া বাতিল হলে সেই টিকিটও বিনামূল্যে বাতিল করতে পারেন। অর্থাৎ টিকিট বাতিলের জন্য ব্যবহারকারীদের কোনও টাকা লাগবে না এবং কোনও কারণও জানাতে হবে না। টিকিট বাতিল হয়ে গেলে অবিলম্বে টিকিটের সম্পূর্ণ মূল্য গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।

Free Bus Services: অযোধ্যায় যাওয়ার বিনামূল্যে বাস পরিষেবা শুরু করেছে Paytm, কীভাবে টিকিট পাবেন?
অযোধ্যায় যাওয়ার জন্য বাস পরিষেবা শুরু করছে পেটিএম।
| Updated on: Jan 20, 2024 | 7:01 AM
Share

নয়া দিল্লি: রাম মন্দির নির্মাণের আর মাত্র দু-দিন বাকি। সেই অনুষ্ঠানের সাক্ষী হতে উন্মুখ গোটা দেশবাসী। যদিও সেদিন সাধারণের রাম মন্দিরে প্রবেশের অধিকার নেই। তবে তার পরদিন অর্থাৎ ২৩ জানুয়ারি থেকেই সর্বসাধারণের জন্য রাম মন্দিরের দ্বার খুলে দেওয়া হবে। তাই সেদিনই রামলালার দর্শন করার জন্য বহু মানুষ অযোধ্যায় ছুটে যাচ্ছেন। ইতিমধ্যে অযোধ্যাগামী সমস্ত ট্রেনের টিকিট শেষ হয়ে গিয়েছে। বিমানের টিকিটও পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে বাস পরিষেবার সুযোগ নিয়ে এসেছে Paytm। তাও আবার বিনামূল্যে। শুনতে অবিশ্বাস্য লাগছে? বাস্তবে এমনই ঘোষণা করেছে মোবাইল ওয়ালেট কোম্পানি Paytm। শুক্রবার, ১৯ জানুয়ারি থেকে বিনামূল্যে বাস পরিষেবার জন্য টিকিট দেওয়া শুরু করেছে এই মোবাইল ওয়ালেট কোম্পানি। যে কেউ এই সুবিধা পেতে পারেন।

কীভাবে ফ্রি টিকিট পাবেন?

Paytm থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অযোধ্যায় বিনামূল্যে বাসের টিকিট পেতে হলে তাদের Paytm অ্যাপের মাধ্যমে টিকিট বুক করতে হবে। এই অ্যাপের প্রথম ১০০০ ব্যবহারকারী বিনামূল্যে বাসের টিকিট পাবেন। এর জন্য তাদের প্রমো কোড BUSAYODHYA ব্যবহার করতে হবে। ১০০০ হাজার জনের পরবর্তী গ্রাহকদের অবশ্য টিকিটের দাম দিতে হবে।

টিকিট বাতিলও করতে পারেন

Paytm অ্যাপে বাস বুকিং করার পর কোনও কারণে যাওয়া বাতিল হলে সেই টিকিটও বিনামূল্যে বাতিল করতে পারেন। অর্থাৎ টিকিট বাতিলের জন্য ব্যবহারকারীদের কোনও টাকা লাগবে না এবং কোনও কারণও জানাতে হবে না। টিকিট বাতিল হয়ে গেলে অবিলম্বে টিকিটের সম্পূর্ণ মূল্য গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।