Artificial Intelligence: বদলে যাবে চাকরির খোলনলচে! কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে কমবে কাজের চাপ
Artificial Intelligence: রিপোর্টে আরও দাবি করা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে বদলে যাওয়া সেই চাকরিগুলির সঙ্গে যুক্ত কর্মীরা নিজেদের প্রোডাক্টিভিটি ২.৬১ শতাংশ বৃদ্ধি আনতে সক্ষম হবে।
কলকাতা: চাকরির বাজার কি খেয়ে ফেলবে কৃত্রিম বুদ্ধিমত্তা? দেশজুড়ে নানা ভাবে মাথা চাড়া দিচ্ছে এই শঙ্কা। কিন্তু, বিশেষজ্ঞরা বলছেন, চাকরির বাজারে বিশেষ প্রভাব ফেলবে না কৃত্রিম বুদ্ধিমত্তা। বরং, কর্মীদের প্রোডাক্টিভিটিতে বাড়তি গতি আসবে এই রোবট দুনিয়ার হাত ধরে। আর সেই সঙ্গেই বদলে যাবে একাধিক চাকরির খোলনলচে।
সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা ও চাকরির বাজার নিয়ে প্রকাশিত একটি রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে। কী রয়েছে সেই রিপোর্টে? EY নামক একটি কনসালটেন্সিং সংস্থার প্রকাশিত সেই রিপোর্ট অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে আগামী পাঁচ বছরে দেশে বদলে যাবে ৩.৮ কোটি চাকরির খোলনলচে। মূলত, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভরই হয়ে উঠবে সেই চাকরিগুলি। যার জেরে নিজেদের প্রোডাক্টিভিটিতেও বাড়তি গতি দিতে পাবে সেই সকল চাকরির সঙ্গে যুক্ত কর্মীরা।
রিপোর্টে আরও দাবি করা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে বদলে যাওয়া সেই চাকরিগুলির সঙ্গে যুক্ত কর্মীরা নিজেদের প্রোডাক্টিভিটি ২.৬১ শতাংশ বৃদ্ধি আনতে সক্ষম হবে।
সেই সংস্থার তৈরি রিপোর্টে আরও বলা হয়েছে যে কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে কমে যাবে কাজের চাপও। যেহেতু ‘রোবট দুনিয়া’ বদলে দেবে একাধিক চাকরি খোলনলচে, তার জেরে বাড়বে প্রোডাক্টিভিটি। অল্প সময়েই অনেকটা কাজ করতে সক্ষম হবেন কর্মীরা। ফলত, সপ্তাহের নিরিখে ৮ থেকে ১০ ঘণ্টার কাজের সময় কমবে কর্মীদের।