Joka Murder: স্বামীই কি তাহলে…? জোকায় মহিলার নারকীয় হত্যাকাণ্ডে জোরাল হচ্ছে প্রশ্ন
Joka Murder: প্রশ্ন, তাহলে কি পরিবারকে লুকিয়ে স্বামীর সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টা করছিলেন ছায়া? কেন পরিবারকে লুকিয়ে ভাড়া বাড়িতে এসে থাকছিলেন ছায়া? মায়ের বয়ান অনুযায়ী, ছায়ার নতুন একটি সম্পর্কও সম্প্রতি তৈরি হয়েছিল।
কলকাতা: মেঝেতে পড়ে ছিল মহিলার হাত পা বাঁধা দেহ। মাথার পিছনে গভীর ক্ষত। রক্তে ভেসে যাচ্ছিল মাটি। বৃহস্পতিবারই শহরের বুকে ঘটে যায় হাড়হিম হত্যাকাণ্ড। জোকার অভিজাত আবাসন থেকে উদ্ধার হয় এক মহিলার দেহ। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ছায়া সর্দার নামে ওই মহিলা বাড়ি ভাড়া নিয়েছিলেন। প্রথমে ছায়ার সঙ্গে ওই যুবকের পরিচয় নিয়ে পুলিশের মনে ধন্দ তৈরি হলেও পরে পুলিশ নিশ্চিত হয় ওই যুবকই মহিলার স্বামী। নাম কার্তিক। যিনি ভাড়া নিয়ে এসেছিলেন, সেই লন্ড্রি দোকানদারকে এনে বিষয়টি নিয়ে নিশ্চিত হয়েছে পুলিশ। লন্ড্রি দোকানদার জানিয়েছেন, এই যুবকের সঙ্গে ছায়া বাড়িভাড়ার খোঁজ করতে এসেছিলেন। কিন্তু ছায়ার মায়ের বয়ানে তৈরি হয়েছে বিশাল ধন্দ। ছায়ার মা জানিয়েছেন, তাঁর মেয়ের সঙ্গে জামাইয়ের দীর্ঘ আট মাস ধরে কোনও সম্পর্ক ছিল না।
প্রশ্ন, তাহলে কি পরিবারকে লুকিয়ে স্বামীর সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টা করছিলেন ছায়া? কেন পরিবারকে লুকিয়ে ভাড়া বাড়িতে এসে থাকছিলেন ছায়া? মায়ের বয়ান অনুযায়ী, ছায়ার নতুন একটি সম্পর্কও সম্প্রতি তৈরি হয়েছিল।
পুলিশের অনুমান, সেই সম্পর্কটা জেনে গিয়েছিলেন ছায়ার স্বামী কার্তিক। তাই পরিকল্পনা করেই ভাড়া বাড়িতে এনে খুন করা হয়েছে ছায়াকে। পুলিশ আপাতত কার্তিকের খোঁজ করছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার জোকার একটি অভিজাত আবাসন থেকে ছায়ার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। বুধবারই তিনি ওই আবাসনের একটি ফ্ল্যাটে ভাড়ায় এসেছিলেন। পরদিনই তাঁর দেহ উদ্ধারের ঘটনায় পুলিশ নিশ্চিত ছিল, পরিচিত কেউই ছায়াকে খুন করেছেন।