5 Star Hotels: শীতে ঘুরতে যাচ্ছেন? এই জিনিস পকেটে থাকলেই ফ্রি থাকতে পারবেন ফাইভ স্টার হোটেলে
5 Star Hotels: অফার তালিকায় থাকছে বিনামূল্য হোটেলগুলিকে রাত্রি যাপনের সুবিধা, ওয়েলকাম গিফটস, বিনামূল্যের ব্রেকফাস্ট। তবে নির্দিষ্ট কার্ড ব্যবহার করে কোনও ব্যক্তি অতীতে কতবার সংশ্লিষ্ট হোটেলে থেকেছেন সেই সম্পর্কের উপর ভিত্তি করেই মূলত এই অফারগুলি দেওয়া হয়ে থাকে।
কলকাতা: বিগত কয়েকদিন ধরেই জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যে। শীতের চাদর গায়ে দিয়ে দূরে কোথাও ভ্রমণের প্ল্যান করছেন? কিন্তু, হোটেল বুক করতে গিয়ে কপালে চিন্তার ভাঁজ? শীতের ভরা মরসুমে সব হোটলেই হাঁকছে চড়া দর। সে ক্ষেত্রে ক্রেডিট কার্ডেই হতে পারে মুশকিল আসান। দিতে হবে না কোনও বিল। থাকতে পারবেন একেবারে ফ্রিতে। সাধারণ হোটেল নয়, থাকার সুযোগ মিলবে একেবারে ফাইভ স্টার হোটেলে। শুনতে অবাক লাগলেও বেশ কিছু ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে রয়েছে হোটেল লয়্যালটি প্রোগ্রামের সঙ্গে দুর্দান্ত অফার। এর জন্য শুধু কাজে লাগাতে হবে ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্টস। শুধু ফ্রিতে থাকা নয়, খাওয়া-দাওয়ার বিলেও মিলবে বড় ছাড়।
Marriott Bonvoy, Accor Live Limited (ALL) Accor Plus, Taj Empire, Taj Epicure, এবং Club ITC-রত মতো বেশ কিছু বিলাসবহুল হোটেল রয়েছে যারা একচেটিয়াভাবে এই জাতীয় সুবিধা দিয়ে চলেছে। লয়্যালটি প্রোগ্রামের হাত ধরে একদিকে যেমন বড়সড় ছাড়ে রুম বুক করা সম্ভব, তেমনই আবার খাওয়া-দাওয়া, স্পা, লাউঞ্জ ব্যবহারের ক্ষেত্রে রয়েছে ছাড়। আগাম চেক ইন, চেক আউটের সুবিধাও রয়েছে। পাশাপাশি হোটেলের প্রমোশন, কোনও বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ, মেম্বারদের জন্য থাকা এক্সক্লুসিভ ডিলগুলিরও সুবিধা মিলবে। পাশাপাশি ঘর বুক, খাবার বুকিংয়ের ক্ষেত্রে আবার পাল্টা মিলবে রিওয়ার্ড পয়েন্টস।
এছাড়াও অফার তালিকায় থাকছে বিনামূল্য হোটেলগুলিকে রাত্রি যাপনের সুবিধা, ওয়েলকাম গিফটস, বিনামূল্যের ব্রেকফাস্ট। তবে নির্দিষ্ট কার্ড ব্যবহার করে কোনও ব্যক্তি অতীতে কতবার সংশ্লিষ্ট হোটেলে থেকেছেন সেই সম্পর্কের উপর ভিত্তি করেই মূলত এই অফারগুলি দেওয়া হয়ে থাকে। তবে সব ব্যঙ্ক নয়, কিছু ব্যাঙ্কেরই হোটেল লয়্যালটি প্রোগ্রামের সঙ্গে পার্টনারশিপ রয়েছে। তালিকায় রয়েছে এইচডিএফসি, অ্য়াক্সিসের মতো ব্যাঙ্ক। আমেরিকান এক্সপ্রেসের কার্ডেও অনেক্ষেত্রে এই সুবিধা মেলে।