Gold Price Hike Today: পূর্বাভাস মিথ্যা করে চড়চড়িয়ে বাড়ল দাম, এই মাসেই কি একলাখি সোনা?
Gold Price: কিছুদিন আগেই এক বিশেষজ্ঞ সোনার দাম ৬০ হাজারে নামার পূর্বাভাস দিয়েছিলেন। সেই পূর্বাভাসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে সোনার দাম ফের ঊর্ধ্বমূখী।

একাধিক কারণে আন্তর্জাতিক বাজারে বিনিয়োগ সংক্রান্ত অনিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে। আর এই অনিশ্চয়তার মেঘ বিনিয়োগকারীদের সোনায় বিনিয়োগের দিকে টেনে নিয়ে আসছে। আর তাতে ইন্ধন জুগিয়েছে ট্রাম্পের নয়া শুল্ক নীতি। কিছুদিন আগেই এক বিশেষজ্ঞ সোনার দাম ৬০ হাজারে নামার পূর্বাভাস দিয়েছিলেন। সেই পূর্বাভাসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে সোনার দাম ফের ঊর্ধ্বমূখী।
তথ্য বলছে, গত ১ সপ্তাহে কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম বেড়েছে ৫ হাজার ৬৭০ টাকা। এপ্রিল মাসে ৩ তারিখের পর থেকে ধীরে ধীরে কমতে শুরু করেছিল সোনার দাম। ৮ তারিখ পর্যন্ত দাম কমেছিল প্রায় ৩ হাজার ৬৫০ টাকা। আর তারপর থেকেই উঠতে শুরু করেছে বাজার। একটা সময় মনে হয়েছিলও ওই মার্কিন বিশেষজ্ঞের পূর্বাভাস সত্যি করে সোনা ৬০ হাজারে না নামলেও হুড়মুড়িয়ে বেশ খানিকটা নেমে যাবে। আশায় কোমর বেঁধেছিলেন দেশের মানুষ। কিন্তু এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের শেষ ভাগে সেই আশায় জল ঢেলে দিল সোনার দাম।
২৪ ক্যারেট সোনার দাম যেমন বেড়েছে, একই সঙ্গে বেড়েছে ২২ ক্যারেট গয়নার সোনার দামও। ৮ এপ্রিল কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৮২ হাজার ২৫০ টাকা। সেই দাম মাত্র ৩ দিনে ৫ হাজার ২০০ টাকা বেড়ে পৌঁছে যায় ৮৭ হাজার ৪৫০ টাকায়।
সোনার দাম বাড়ায় বিনিয়োগকারীরা সোনাকে নিরাপদ বিনিয়োগের মাধ্যম মনে করছেন। এবং সোনায় বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য ভাবে বাড়ছে। মনে করা হচ্ছে, এই মাসেই লাখটাকা ছুঁয়ে ফেলবে হলুদ ধাতু।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।





