HDFC Bank Hikes Interest Rates: FD-তে সুদের হার বাড়াল HDFC ব্যাঙ্ক, ৭.৭৫ শতাংশ পর্যন্ত মিলবে সুদ

HDFC Bank Hikes Interest Rates: FD-তে সুদের হার বাড়াল HDFC ব্যাঙ্ক। প্রবীণ নাগরিকরা পাবেন অতিরিক্ত সুদ।

| Edited By: | Updated on: Dec 15, 2022 | 12:03 PM
বর্তমানে পিপিএফ এ ৭.১ শতাংশ হারে মিলছে সুদ। এবার বিনিয়োগকারীরা এর উপর সুদের হার বৃদ্ধির আশা করছে। কারণ রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া সম্প্রতি এক অর্থবর্ষে পঞ্চমবারের জন্য রেপো রেট বৃদ্ধি করেছে। এর পরই ব্যাঙ্কগুলি স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছে। ফলে পিপিএফ এও সুদের হার বৃদ্ধি পাবে বলে আশা করছেন বিনিয়োগকারীরা।

বর্তমানে পিপিএফ এ ৭.১ শতাংশ হারে মিলছে সুদ। এবার বিনিয়োগকারীরা এর উপর সুদের হার বৃদ্ধির আশা করছে। কারণ রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া সম্প্রতি এক অর্থবর্ষে পঞ্চমবারের জন্য রেপো রেট বৃদ্ধি করেছে। এর পরই ব্যাঙ্কগুলি স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছে। ফলে পিপিএফ এও সুদের হার বৃদ্ধি পাবে বলে আশা করছেন বিনিয়োগকারীরা।

1 / 5
এমনিতে কেন্দ্রীয় সরকার  প্রতি ত্রৈমাসিকে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে সুদের হার সংশোধন করার বিষয়ে পুনর্বিবেচনা করে। সেই হিসেব মতো পরবর্তী সংশোধন এই মাসের শেষেই হওয়ার কথা। ফলে নতুন বছরের প্রথমার্ধ্বে পিপিএফ- এ কোন হারে সুদ মিলবে তা ৩১ ডিসেম্বরের মধ্যেই জানা যাবে।

এমনিতে কেন্দ্রীয় সরকার প্রতি ত্রৈমাসিকে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে সুদের হার সংশোধন করার বিষয়ে পুনর্বিবেচনা করে। সেই হিসেব মতো পরবর্তী সংশোধন এই মাসের শেষেই হওয়ার কথা। ফলে নতুন বছরের প্রথমার্ধ্বে পিপিএফ- এ কোন হারে সুদ মিলবে তা ৩১ ডিসেম্বরের মধ্যেই জানা যাবে।

2 / 5
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

3 / 5
বছর শেষে পিপিএফ-এ বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর। ৩১ ডিসেম্বরের আগে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বাড়তে পারে সুদের হার। আর যদি সুদের হারে কোনও পরিবর্তন না হয় নতুন বছরের প্রথমার্ধ্বে আগের হারেই সুদ পেতে পারেন বিনিয়োগকারীরা।

বছর শেষে পিপিএফ-এ বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর। ৩১ ডিসেম্বরের আগে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বাড়তে পারে সুদের হার। আর যদি সুদের হারে কোনও পরিবর্তন না হয় নতুন বছরের প্রথমার্ধ্বে আগের হারেই সুদ পেতে পারেন বিনিয়োগকারীরা।

4 / 5
২০১৮ সালের সেপ্টেম্বর মাসে পিপিএফ এ সুদের হার ছিল ৭.৪ শতাংশ। ২০১৯ সালের জুন মাসে তা ৮ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে তারপর থেকেই পিপিএফ এ সুদের হার ফের পড়তে শুরু করে। বর্তমানে ৭.১ শতাংশ হারে পিপিএফ এ সুদ মিলছে।

২০১৮ সালের সেপ্টেম্বর মাসে পিপিএফ এ সুদের হার ছিল ৭.৪ শতাংশ। ২০১৯ সালের জুন মাসে তা ৮ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে তারপর থেকেই পিপিএফ এ সুদের হার ফের পড়তে শুরু করে। বর্তমানে ৭.১ শতাংশ হারে পিপিএফ এ সুদ মিলছে।

5 / 5
Follow Us: